দিল্লির বৈঠকে নজর গোটা দেশের। কী নিয়ে কথা হতে পারে? উঠে আসবে কোন কোন বিষয়? কৌতূহল বাড়ছেই৷ আপাতত চারদিনের সফরে দিল্লি পৌঁছলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বিকেলেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে আলাদা করে বৈঠকের কথা রয়েছে তৃণমূল সুপ্রিমোর। পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতারি কাণ্ডের পর মুখ্যমন্ত্রীর এই দিল্লি সফর (Mamata Banerjee Delhi Visit) ঘিরে চর্চা তুঙ্গে। সূত্রের খবর, দলের সাংসদদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও।
পাশাপাশি কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে উত্তার বাংলা, কেন্দ্র-রাজ্য সম্পর্কের টানাপোড়েন, জিএসটি নিয়ে বিবাদের মাঝেই বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। গত বছর পরিষদের ভার্চুয়াল বৈঠকে যোগ দেননি মমতা। তার আগে, ২০১৯ সালে প্রধানমন্ত্রীর সঙ্গে শেষ মুখোমুখি বৈঠকটিও এড়িয়ে গিয়েছিলেন মমতা। কিন্তু এবারে নীতি আয়োগ বৈঠকে মুখ্যমন্ত্রীর যোগ দেওয়াটা কূটনৈতিক পদক্ষেপ হিসেবেই দেখছে বিরোধীরা।
আরও পড়ুনঃ মন্ত্রীসভায় রদবদল! দেখুন কারা জায়গা পেলেন নতুন মন্ত্রীসভায়
দিল্লি থেকে মমতার ফেরার কথা আগামী ৮ অগস্ট, সোমবার। তার মধ্যে নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়ার পাশাপাশি নবান্ন সূত্রে খবর, রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন মমতা। সেই সাক্ষাতের জন্য চাওয়া হবে সময়।রাজধানীতে নীতি আয়োগের বৈঠকে মমতা যোগ দিলেন প্রধানমন্ত্রীর সঙ্গেও তাঁর সাক্ষাৎ হবে। কিন্তু দ্রৌপদীর মতো প্রধানমন্ত্রীর সঙ্গেও তাঁর একান্ত সাক্ষাৎ হবে কি না, সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি।
রাজনৈতিক মহলের বক্তব্য, শিক্ষা ক্ষেত্রে ‘কেলেঙ্কারি’র অভিযোগে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতার এবং তাঁর ‘ঘনিষ্ঠ’ এক মডেল-অভিনেত্রীর বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হওয়া নিয়ে শোরগোলের আবহে মোদী এবং মমতা সাক্ষাৎ হলে তা ভিন্ন মাত্রা পাবে।
আরও পড়ুনঃ দেশে সোনা আনল সোনার বাংলার ছেলে! ৫০০ টাকায় চলত সংসার। আবেগঘন অচিন্ত্য