করোনার মাঝেই উদ্বেগ বাড়াচ্ছে মাঙ্কি পক্স। হু হু করে ছড়িয়ে পড়ছে এই ভাইরাস। বিশ্বজুড়ে এবার জাল ছড়াচ্ছে মাঙ্কি পক্স। প্রথমে ছিল শতাধিক এবার সংখ্যাটা দাঁড়িয়েছে দ্বিশতাধিক। ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশে। আন্তর্জাতিক ক্ষেত্রে ইতিমধ্যেই বিভিন্ন সতর্কতা জারি করা হয়েছে। আমেরিকা, ব্রিটেন ছাড়াও, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, পর্তুগাল, স্পেন, সুইডেন সহ বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। এমনকি ব্রিটেনে হচ্ছে গোষ্ঠী আক্রমণ। অবশ্য ভারতে এখনও মেলেনি এই ভাইরাস। তবে তাঁর আগে থেকেই সতর্ক স্বাস্থ্য দফতর। সম্প্রতি জারি করেছে কিছু নির্দেশিকা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমীক্ষা অনুযায়ী ২৬ মে পর্যন্ত ২৩টি দেশে ২৫৭ জন এই ভাইরাসের দ্বারা আক্রান্ত হয়েছে। এই ভাইরাস দ্বারা সংক্রমিত হলে বসন্তের মতই গুটি, জল ফোসকা, জ্বর এবং মাথাব্যাথা ইত্যাদি লক্ষনগুলি দেখা যাচ্ছে। তবে এটিও বেশ সংক্রামক। স্বাস্থ্য দফতরের তরফ থেকে তাই সকলকে সতর্ক হতে বলা হচ্ছে। পাশাপাশি একটি নির্দেশিকাও জারি করা হয়েছে। আসুন দেখে নিই কি কি বলা হয়েছে এই নির্দেশিকায়।
আরও পড়ুনঃ বাড়ছে মাঙ্কিপক্সের সংক্রমণ! কিছু দেশ থেকে ফিরলেই আইসোলেশন
১। কারও শরীরে যদি র্যাস বা গুটি ইত্যাদি দেখা যায় তাহলে তাঁকে অবিলম্বে সতর্ক হতে হবে।
২। যে সমস্ত দেশগুলিতে আপাতত এই ভাইরাস ছড়িয়েছে সেই দেশ থেকে আসা যাত্রীদের ওপর কড়া নজরদারি করতে হবে। এই নজরদারি চলবে ২১ দিন।
৩। মাঙ্কিপক্স পজিটিভ, এমন কোনও ব্যক্তির সংস্পর্শে এলে সেই ব্যক্তিকে ২১ দিন
৪। মাঙ্কিপক্সের কোনও রকম উপসর্গ দেখা দিলে CMOH বা MSO (কলকাতার জন্য)-কে জানাতে হবে।
৫। মাঙ্কি পক্স নিয়ে সন্দেহ হলে সেই ব্যক্তিকে ২১ দিন আইসোলেশনে থাকতে হবে।
৬। কোনও ভাবেই যাতে এই ভাইরাস না ছড়ায় সেই দায়িত্ব নিতে হবে আক্রান্ত ব্যক্তিকে। তাই পরিবেশ সুস্থ রাখতে যদি সামান্য কিছুও উপসর্গ দেখা যায় অবিলম্বে হাসপাতালে যান।
আরও পড়ুনঃ মুদির বাজারে আমুলের প্রবেশ, লঞ্চ হল এই অর্গানিক পণ্য
স্বাস্থ্য দফতর জানিয়েছে মাঙ্কিপক্স ভাইরাসের সঙ্গে লড়ায় এর জন্য আপাতত হাতিয়ার বেলেঘাটা আইডি। সন্দেহভাজন ব্যক্তিদের নিয়ে আসা হবে এখানেই। পাশাপাশি এখানেই চলবে বিভিন্ন পরীক্ষা এবং পর্যবেক্ষণ।