এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 27 May, 2023 4:21 PM IST
নয়া সংসদভবন। কেঁচো চাষ, আয় ৫০ হাজার। আরশোলা পালন। বুলেট ট্রেন / ছবি- টুইটার

প্রকাশ্যে এল নয়া সংসদভবনের ঝলক

আরও এক ঐতিহাসিক দিনের সাক্ষি হতে চলেছে গোটা দেশ। আগামী ২৮ মে উদ্বোধন করা হবে নয়া সংসদ ভবনের। এই উদ্বোধন হবে মোদীর হাতেই। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সংসদ ভবনের কিছু ভিডিও শেয়ার করেছেন। সংসদ ভবন উদ্বোধন নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে নানা বিতর্ক। রাষ্ট্রপতি থাকতে কেন মোদী উদ্বোধন করবেন সংসদ ভবন। সেই নিয়ে উঠছে প্রশ্ন। ইতিমধ্যেই এই অনুষ্ঠান বয়কট করার দাবি তুলেছে মমতা সরকার।

বিতর্কে দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল

কেরালা স্টোরির বিতর্ক এখনও দগদগে। তাঁর মধ্যেই আরও একটি ছবির ট্রেলার প্রকাশ্যে আসতেই শোরগোল গোটা বাংলার রাজনৈতিক মহলে। এবার সরাসরি কোপ বাংলায়। আসছে দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’ । সিনেমার ট্রেলার নিয়েই আপত্তি প্রকাশ করেছে রাজ্যের শাসক দল। ইতিমধ্যেই ছবির পরিচালক সনোজ মিশ্রকে তলব করেছে কলকাতা পুলিশ। আগামী ৩০ শে মে সিনেমার বিষয় বস্তু নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে তাঁকে।

আরও পড়ুনঃ  জলবায়ু পরিবর্তন ও কৃষি

কৃষ্ণ নাম শুনেই নৃত্য হরিণের

জল বায়ু স্থল প্রকৃতি এই সমস্ত জায়গাতেই দেবতার বাস। তাই দেবতার নাম শুনে জীব জন্তুও তাঁর শ্রদ্ধা প্রকাশ করে। সম্প্রতি এমনই এক ভিডিও উঠে এল সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যাচ্ছে কৃষ্ণ নাম করছেন বেশ কিছুজন আর তাঁদের তালে তাল মেলাচ্ছে এক হরিণ। বন অফিসার সুশান্ত নন্দা ভিডিওটি শেয়ার করে লেখেন হিন্দু পুরাণ অনুসারে, কৃষ্ণসার ভগবান কৃষ্ণের রথ আঁকে। তাই তাঁকে কৃষ্ণ মৃগয়া বলা হয়। তাই হয়ত কৃষ্ণের নাম শুনতেই সেই সুরে মেতেছে এই মৃগয়াও।

আরও পড়ুনঃ  মাশরুমের রোগ জীবানু ও তার প্রতিকার

কেঁচো চাষ, আয় ৫০ হাজার

চাষের ক্ষেত্রে দিন দিন বাড়ছে রাসায়নিক সার এবং কীটনাশকের ব্যবহার। ফলে বিলুপ্তি হচ্ছে মাটিতে প্রাকৃতিকভাবে উপস্থিত কেঁচো ও অন্যান্য পুষ্টিকর ব্যাকটেরিয়ার। উর্বর মাটির জন্য কেঁচোর অবদান গুরুত্বপূর্ণ। তাই বর্তমানে শুরু হয়েছে কেঁচো চাষ।  ভার্মিকম্পোস্ট তৈরির পদ্ধতিকে কেঁচো চাষ বলেবর্তমানে বাজারে ৬০০ কেঁচোর দাম ৫ হাজার টাকা। দুই হাজার বর্গফুটে কেঁচো পালন শুরু করলে তা থেকে প্রায় আট হাজার কেঁচো পাওয়া যাবে। এতে আপনার আয় হতে পারে প্রায় ৫০ হাজার টাকা।

আরও পড়ুনঃ  ঝিনুক ছাতু বা ওয়েস্টার মাশরুম চাষ করার পদ্ধতি

আরশোলা পালন সোনার চেয়েও দামি!

আরশোলা নাম শুনলেই সকলের চোখ ওঠে কপালে। এদের বাড়ি থেকে তাড়ানোর কাজে নেওয়া হয় বিভিন্ন পরিকল্পনা। কিন্তু জানেন কি এই আরশোলা লাগতে পারে বহু কাজে। এমনকি বহু দেশে এর চাষও করা হয়ে থাকে। আর সেই চাষ থেকে লভ্যাংশের পরিমাণও অনেক বেশি। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী জনসংখ্যার নিরিখে চীন রয়েছে প্রথমে। তাই স্বাভাবিকভাবেই এই দেশে ব্যাপক হারে ময়লা-আবর্জনা হয়। বর্জ্য নিষ্কাশনের জন্য এখানে আরশোলা বড় পরিসরে পালন করা হয়। চীনে এই আরশোলা সোনার চেয়েও বেশি মূল্যবান। এই দেশে বড় ফার্মগুলিতে প্রায় ৬০০০ কোটি আরশোলা থাকে।

ভারতে এবার বুলেট ট্রেন

ভারতীয় রেলের মুকুটে আরও একটি পালক। বিপ্লব ঘটাতে আসছে বুলেট ট্রেন। ইতিমধ্যেই শুরু হয়েছে কাজ। রেল মন্ত্রক টুইট করে জানিয়েছে ভারতে প্রথম শুরু হয়েছে বুলেট ট্রেনের প্রজেক্ট। এটি মুম্বাই-আমেদাবাদ রুটে চলবে। ইতিমধ্যেই শুরু হয়েছে কাজ।

English Summary: New parliament building. Earthworm cultivation, income 50 thousand. Observance of Arshola. bullet train
Published on: 27 May 2023, 04:21 IST