এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 10 May, 2022 11:41 AM IST
নবান্ন

বাংলার মসনদে তৃতীয়বার ক্ষমতায় আসীন হওয়ার পর উন্নয়নের পথেই যে বাংলা হাঁটবে , তা প্রমাণ মরিয়া তৃণমূল সরকার ।'বাংলা উন্নয়নের পথে' কর্মসূচির মাধ্যমেই কৃষকবন্ধু সহ একাধিক প্রকল্পের সুবিধা আরও বেশি করে কৃষকদের  কাছে পৌঁছে দিতে উদ্যোগী হয়েছে সরকার ।

গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই অভিনব কর্মসূচি পালন করার জন্য কৃষি দপ্তর থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে । উল্লেখ্য, এই রাজ্যের প্রায় ৭৮ লক্ষ কৃষক আর্থিক অনুদান পান 'কৃষকবন্ধু' প্রকল্পের মাধ্য়মে ।

২১ মে থেকে ফের 'দুয়ারে সরকার' চালু হলে কৃষকবন্ধু প্রকল্পে উপভোক্তার সংখ্যা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে । নির্দেশিকা অনুসারে, আগামী ৬ জুনের মধ্যে কৃষকবন্ধু প্রকল্পে নতুন আবেদনকারীদের নাম অন্তর্ভুক্ত করতেই হবে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, আগামী জুন মাস থেকে কৃষকবন্ধু প্রকল্পের জন্য বছরের প্রথম কিস্তির টাকা পাঠানো শুরু হবে । খরিফ ও রবি মরশুমের আগে মোট দুটি কিস্তিতে কৃষকবন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয়।

আরও পড়ুনঃ অবশেষে পদত্য়গ করলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী

রাজ্য়ে সরকারের এই সাফল্য় তুলে ধরতে বিশেষ ধরনের প্রচার অভিযান চালানো হবে । যাতে আরও বেশি সংখ্য়ক মানুষ এই প্রকল্পগুলির সুবিধা নিতে পারেন । আগামী বুধবার থেকে বিশেষ প্রচার অভিযান শুরু হবে ।

আরও পড়ুনঃ ঘূর্ণিঝড় অশনির কারনে আগাম আম পারতে হচ্ছে ,ক্ষতির আশঙ্কা কৃষকদের

ট্যাবলো ও শোভাযাত্রাও বের করা হবে। জেলা, ব্লক ও মহকুমা স্তরে কমপক্ষে একটি করে ট্যাবলো রাস্তায় নামাতে নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। এই সমস্ত ট্যাবলো ও শোভাযাত্রা থেকে মাইকে করে রাজ্য সরকারের সাফল্য ও সরকারি প্রকল্পগুলির প্রচার করা হবে। সেই সঙ্গে জোরকদমে পথনাটিকা, বাউল গান, লোকসঙ্গীতের মাধ্যমে রাজ্যের সরকারের সাফল্যও সাধারণ মানুষের কাছে তুলে ধরার নির্দেশ দেওয়া হয়েছে।

English Summary: New projects are being started for the farmers, the state government has issued guidelines
Published on: 10 May 2022, 11:41 IST