এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 5 December, 2022 2:51 PM IST
নাড়ায় আগুন, বিঘে বিঘে পুড়ল ধান...

কৃষিজাগরন ডেস্কঃ অগ্রহায়ণ মাসের প্রথম দিকে গ্রাম বাংলার মাঠ গুলিতে শুরু হয় ধান তোলার প্রক্রিয়া। এই সময় প্রত্যেক চাষিদেরই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠেই কেটে যায়। এই ধান কাটার মরশুমে ধান জমিতে নাড়া পোড়ানকে কেন্দ্র করে কোন্দলের সৃষ্টি। ঘটনা স্থলে দমকল বাহিনী ও পুলিশের উপস্থিতি পুরো ব্যাপারটিকে নিয়ন্ত্রণে আনে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার বৈদ্যপুর গ্রামের মাঠে।

জানা যায় ওই দিন মাঠে মেশিনে ধান কাটার পর নাড়া জ্বালিয়ে দেয় বেশ কয়েক জন মানুষ। এবং ওই আগুন একটু বেশি ছড়িয়ে পড়তেই কেটে ফেলে রাখা পাকা ধান জ্বলে যায়। এই ঘটনায় জমি মালিক একে অপরের বিরুদ্ধে দোষারোপ করে। এবং শেষমেশ লাঠি নিয়ে একে অপরের ওপর চরাও হয়। এমন পরিস্থিতিতে ঘটনা স্থলে উপস্থিত হয় পুলিশ ও দমকল বাহিনী। দু-পক্ষের সঙ্গে কথোপকথনের পর আশ্বস্ত করে বলেন কে বা কারা এই আগুন লাগিয়েছে তা খুব তাড়াতাড়ি খতিয়ে দেখা হবে।  

আরও পড়ুনঃ Bharat Bond ETF: মধ্যবিত্তের মুখে হাসি ফোটাতে বন্ডের বাজারে নয়া উদ্যোগ

অপরদিকে দাসপুর থানার বৈদ্যবাটি এলাকায় একই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার ক্রোধে ফেটে পড়ছে এলাকাবাসী। যখন বিঘের পর বিঘে আগুনে পুড়ছে ঠিক তখনই খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয় দাসপুর থানার পুলিশ। এমত অবস্থায় কৃষকদের সাথে পুলিশ কর্মীরাও আগুন নেভানোর কাজে নেমে পড়ে। যেখানে নাড়া পোড়ানো নিষিদ্ধ করেছে প্রশাসন। সেখানে কে বা কারা এই কাজ করছে তা খতিয়ে দেখছে দাসপুর থানার পুলিশ।

আরও পড়ুনঃ ঐতিহ্যের বোঝা নিজেদের কাঁধে নিয়ে আজও ছুটে চলেছে হাতে টানা রিকশা

English Summary: news of the burning of harvesting in west-midnapore
Published on: 05 December 2022, 02:47 IST