রোজ বদলাচ্ছে আকাশের মেজাজ: দক্ষিণ ও উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট (Weather Update of Bengal) সরাসরি বাজারে নয়, FPO-র মাধ্যমে বেশি দাম পেতে কী করবেন? পশ্চিমবঙ্গের ছোট শিল্প: হ্যান্ডলুম থেকে টেরাকোটা
Updated on: 23 January, 2019 11:57 AM IST

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ বৃষ্টির সম্ভাবনা আছে। আগামী তিন-চারদিন কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপমাত্রা কিছুটা বাড়বে। তবে ঝঞ্ঝা সরে যাওয়ার পর শীত কিছুটা ফিরে আসবে। তবে জাঁকিয়ে শীত পড়ার আশা কম।

ঝঞ্ঝার প্রভাবে উত্তর ভারতের সমতল এলাকায় বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হচ্ছে দিল্লিতে। কাশ্মীর, হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ডে প্রবল তুষারপাত চলছে। যদিও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টি হবে না বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এর প্রভাবে সিকিমে টানা কয়েকদিন বৃষ্টি হবে। উুঁচু এলাকায় তুষারপাত হতে পারে। দার্জিলিং ও কালিম্পং ছাড়াও আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলাতেও বৃষ্টির সম্ভাবনা থাকছে।

আরও পড়ুন ২০১৯ সালে কৃষকদের জন্য দুটি নতুন প্রকল্প নিয়ে এলো পশ্চিমবঙ্গ সরকার

আগামী কয়েকদিন কলকাতা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপমাত্রা বাড়বে। কলকাতায় এই সময় সর্বনিম্ন তাপমাত্রা ১৫-১৬ ডিগ্রির আশপাশে চলে আসতে পারে। ঝঞ্ঝার প্রভাব কেটে যাওয়ার পর তাপমাত্রা কমবে। তবে কলকাতায় ফের সর্বনিম্ন তাপমাত্রা ১০ -১১ ডিগ্রির আশপাশে আসার সম্ভাবনা কম।

- রুনা নাথ (runa@krishijagran.com)

English Summary: no chance for rain in west bengal
Published on: 23 January 2019, 11:57 IST