কৃষিজাগরন ডেস্কঃ আগামী দুটি অর্থবর্ষের জন্য কৃষকদের কোন রকম আয়কর দিতে হবে না।সোমবার অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিধানসভায় বলেন,আগামী দুটি অর্থবছরের জন্য কোনও কৃষিজাত আয়কর দিতে হবে না কৃষকদের।এছাড়াও রাজ্য সরকার চা পাতার উপর দুই ধরনের সেস প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।
বিধানসভায় অর্থবিল পেশ করে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন,কৃষি আয়কর ছাড়ের মেয়াদ ৩১শে মার্চ শেষ হবে।তিনি আরও বলেন,রাজ্য সরকার করের বকেয়া সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য একটি "বিশদ ও সুবিধাজনক" পরিকল্পনা গ্রহণ করেছে।
আরও পড়ুনঃ গোলাপেও ‘করোনা ভাইরাস’! খুঁজে বের করলেন BCKV-র বিজ্ঞানিরা
১৫ই ফেব্রুয়ারি বাজেট বক্তৃতায়,অর্থমন্ত্রী বলেন, নতুন কর আরোপ না করে, কৃষি পণ্যের উপর আয়কর ছাড় বজায় রাখা হবে।
সুত্রের খবর,পশ্চিমবঙ্গ সরকার সংখ্যালঘু এবং কৃষি সহ বেশ কয়েকটি বিভাগে হাজার হাজার শূন্যপদ পূরণ করার সিদ্ধান্ত নিয়েছে।
আরও পড়ুনঃ চলতি মরশুমে তাপমাত্রার কারনে ৩০% কমতে পারে ফলন, আশঙ্কা বিজ্ঞানীদের
প্রসঙ্গত,চলতি মাসেই রাজ্যেই পঞ্চায়েত নির্বাচনের ঘোষণা হতে পারে। এপ্রিল থেকে ধাপে ধাপে শুরু হতে পারে ভোটগ্রহণ পর্ব। তার আগে রাজনৈতিক অঙ্ক মেনেই সরকারের এই ঘোষণা বলে মনে করছে রাজনৈতিক মহল।