বীজ, সার থেকে শুরু করে ফসল বিমা পাচ্ছেন না? চিন্তিত হয়ে পড়েছেন, অভিযোগ জানাবেন কীভাবে বুঝতে পারছে না। এবার এইসব বিষয়ে নিয়ে চিন্তা ছাড়ুন, কারন আগামীদিনে আপনি বাড়িতে বসে কৃষি সংক্রান্ত সমস্ত বিষয়ে অভিযোগ জানাতে পারবেন। কৃষকদের এই সমস্ত অভিযোগ নিষ্পত্তি করারা জন্য তৈরি হবে একটি পোর্টাল। এই অভিনব সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।
কী কী বিষয়ে অভিযোগ জানাতে পারবেন?
সমস্ত কৃষি সংক্রান্ত বিষয়ে অভিযোগ জানাতে পারবেন কৃষকরা। বীজ পাচ্ছেন না, সময়ে মিলছে না সার, কৃষিজ প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, এফসিআই ফসল নিচ্ছে না, আপনি একাধিক বিষয়ে পোর্টালে অভিযোগ জানাতে পারবেন। অভিযোগ অনুযায়ী ব্যবস্থা নেবেন বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। এই বিষয়ে নিয়ে ছত্তিসগঢ়ে কাজ শুরু হয়ে গিয়েছে।
আগামী ১ জানুয়ারি থেকে প্রত্যেক রাজ্যে শুরু হয়ে যাবে পোর্টাল। এসএমএস, ফোন কল ও নির্দিষ্ট পোর্টালে গিয়ে কৃষকরা তাদের অভিযোগ জানাতে পারবেন। কৃষকদের অভিযোগের নিষ্পত্তির জন্য ত্রিস্তরীয় ব্যবস্থা করা হবে। ইতিমধ্যেই ফসলের ক্ষতির সম্মুখীন সম্বন্ধীয় বিষয়ে জানানোর জন্য শস্য বিমা অ্যাপ চালু করেছে কেন্দ্রীয় সরকার। এর ফলে কৃষকদের আর মূল্যবান সময় ব্যয় করে কৃষি বিভাগ অফিসে যাওয়ার প্রয়োজন হয় না।
আরও পড়ুনঃ ভারতে ব্যবহৃত মুখ্য স্প্রেয়ারের প্রকারভেদ এবং তাদের প্রয়োগবিধি
আগামীদিনেও কৃষকের সমস্যার কথা জানতে পোর্টাল চালু করতে চলেছে কেন্দ্রীয় সরকার। জেনে রাখুন এই পোর্টালে অভিযোগ তাঁরাই জানাতে পারবেন যারা প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার অধীনে তাঁদের ফসলের বিমা করেছেন। এই অ্যাপের মাধ্যমে শুধু যে অভিযোগ জানা যায় তা না, আপনি স্টেটাসও চেক করতে পারবেন। অভিযোগ জানানোর জন্য কৃষকদের ক্রপ ইনস্যুরেন্স অ্যাপ ডাউনলোড করতে হবে। তারপর ওই অ্যাপে কৃষকের রেজিস্টার মোবাইল নম্বর দিলেই অ্যাপটি খুলবে যাবে।