Weather Update: ঝেঁপে নামবে বৃষ্টি! শনিবার থেকেই আবহাওয়ার আমূল পরিবর্তনের পূর্বাভাস হাওয়া অফিসের “ট্র্যাক্টর কে খিলাড়ি” কৃষকদের 51 হাজার টাকা পর্যন্ত পুরস্কার “মিলিওনেয়ার ফার্মার অফ ইন্ডিয়া অ্যাওয়ার্ডস 2024” এবার জুরির সভাপতিত্বে নীতি আয়োগের সদস্য অধ্যাপক রমেশ চাঁদ
Updated on: 9 June, 2020 7:45 AM IST

করোনা ভাইরাসের এই মহামারীর সময়ে কেন্দ্র সাধারণ মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছিল, তাদের জন্য রয়েছে সুসংবাদ। কেন্দ্রের মোদী সরকার দেশের সাধারণ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বার্ষিক ৩৬,০০০ টাকা প্রেরণ করছে। এই সংকটের সময়ে কেন্দ্রীয় সরকার ২০ লক্ষ কোটি টাকার একটি অর্থনৈতিক ত্রাণ প্যাকেজ ঘোষণা করেছেন, যার একটি বড় অংশ এই অভাবী মানুষের জন্য। কেন্দ্রীয় সরকার দরিদ্রদের আর্থিক সহায়তার জন্য বিভিন্ন পরিকল্পনা প্রচলন করেছে। এর মধ্যে একটি প্রকল্প হ''প্রধানমন্ত্রী শ্রম যোগী মন ধন যোজনা' (PMSYM) প্রকল্প।

‘প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনা’ ২০১৯ -সালের ফেব্রুয়ারী মাসে ভারত সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক থেকে প্রচলন করা হয়, একটি সামাজিক কল্যাণ প্রকল্প। 'প্রধানমন্ত্রী শ্রম যোগী মন ধন যোজনা' (প্রধানমন্ত্রী-এসওয়াইএম) এর আওতায় সরকার সারাদেশে অসংগঠিত খাতের শ্রমিকদের যেমন আর্থিক জোগান দেয় যেমন গৃহস্থালি, গৃহকর্মী, রিকশাচালক, ওয়াশারম্যান এবং কৃষি শ্রমিকদেরও সহায়তা কছেন। এই প্রকল্পের আওতায় ৬০ বছর বয়সের পরে সরকার বার্ষিক ৩৬ হাজার টাকা পেনশন দেয়। একটি পরিসংখ্যান অনুসারে, দেশে ৪২ কোটিরও বেশি শ্রমিক রয়েছেন যারা এই প্রকল্পের আওতায় উপকৃত হতে পারেন। এর বাইরেও সরকারের প্রকল্প রয়েছে প্রধানমন্ত্রী কিষাণ মান ধন যোজনা এবং ক্ষুদ্র বণিক পেনশন প্রকল্প। রিপোর্ট অনুযায়ী, প্রায় ৬৪.৫ লক্ষ মানুষ ৬ মে অবধি এই প্রকল্পের জন্য নিবন্ধন করেছেন।

কারা আবেদনের যোগ্য -

  • এই প্রকল্পটি অসংগঠিত খাতের মানুষদের জন্য। এর অধীনে নিবন্ধন করতে আবেদনকারীর বয়স আঠারো বছর থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে।
  • যে ব্যক্তি আবেদন করবেন, তার বা তার পরিবারের আয় প্রতি মাসে ১৫,০০০ টাকার মধ্যে হতে হবে।
  • কোনও শ্রমিক যদি অন্য কোন পেনশন প্রকল্প – ন্যাশনাল পেনশন স্কিম (NPS), এমপ্লয়ি স্টেট ইন্সিওরেন্স কর্পোরেশন স্কিম অথবা এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড-র ইতিমধ্যে মধ্যে থাকেন, তবে তিনি এই প্রকল্পের জন্যে আবেদন করতে পারবেন না।

সুবিধা –

  • অর্থ প্রদানের ক্ষেত্রে কেউ যদি তার কিস্তি দিতে ভুলে যান, তবে যোগ্য সুদের পাশাপাশি বকেয়া পাওনা প্রদানের মাধ্যমে তিনি তার কিস্তি নিয়মিত করতে পারেন।
  • ৬০ বছর বয়সের পর থেকে প্রতি মাসে ৩,০০০ টাকা নিশ্চিতভাবে সরকারের থেকে পাবেন।
  • আবেদনকারী যদি মারা যায়, তবে স্বামী / স্ত্রী গ্রাহক কর্তৃক প্রাপ্ত পেনশনের ৫০ শতাংশ পাবেন।  
  • ৬০ বছর বয়স হওয়ার আগে যদি কোন আবেদনকারী এই স্কিম থেকে বেরিয়ে যেতে চান, তবে তিনি সুদ সহ সমস্ত টাকা ফেরত পেয়ে যাবেন।
  • আবেদনকারীকে বয়সভিত্তিক টাকা জমা দিতে হবে এবং সম পরিমাণ অর্থ জমা করবে সরকার।

অফলাইন আবেদন প্রক্রিয়া –

  • এই প্রকল্পের অধীনে নিবন্ধন করতে, আপনাকে ইপিএফও (EPFO) ইন্ডিয়ার ওয়েবসাইটে গিয়ে নিকটস্থ কমন সার্ভিস সেন্টার (CSC) পেতে পারেন।
  • এ ছাড়াও আপনি এলআইসি (LIC) শাখা অফিস, ইএসআইসি (ESIC), ইপিএফও (EPFO) তে বা কেন্দ্রীয় ও রাজ্য সরকার শ্রম অফিসে গিয়ে আবেদন করতে পারবেন।
  • সাধারণ কেন্দ্রে আপনাকে অটো-ডেবিট সুবিধার জন্য সম্মতি ফর্মের সাথে স্ব-প্রত্যয়িত ফর্মটি জমা দিতে হবে। এই দুটি ফর্ম সিএসসি-তেই উপলব্ধ।
  • সিএসসি-তে থাকা ব্যক্তি আপনার আধার কার্ড এবং আপনার সেভিংস অ্যাকাউন্টের পাসবুকে প্রাপ্ত বিবরণের উপর ভিত্তি করে একটি ফর্ম পূরণ করবেন। একবার আপনি বিশদটি যাচাই করে নিলে আপনার মোবাইল নম্বরটিতে একটি পাসওয়ার্ড (OTP) পাঠানো হবে।
  • আবেদন করতে আপনার তিনটি জিনিস থাকা বাধ্যতামূলক। আইএফএসসি কোড সহ আধার কার্ড, সেভিং বা জন ধন অ্যাকাউন্ট এবং মোবাইল নম্বর।

অনলাইনে আবেদন পদ্ধতি-

  • অনলাইনে এই প্রকল্পের সুবিধা পেতে চাইলে ক্লিক করুন এই লিঙ্কে https://maandhan.in/ 
  • এরপর যে ওয়েবপেজ খুলবে সেখান থেকে আপনাকে Click Here To Apply now’ অপশনটি চয়ন করতে হবে।
  • তারপর ‘Self Enrollment’ বাটন-এ ক্লিক করতে হবে।
  • মোবাইল নম্বর পূরণ করে ‘Proceed’ অপশন আপনাকে সিলেক্ট করতে হবে।
  • ক্যাপচা কোডটি পূরণ করতে হবে।
  • এরপর Generate OTP সিলেক্ট করুন। একটি OTP আপনার মোবাইলে যাবে। তা প্রদান করে Proceed অপশন চয়ন করলেই আর একটি ওয়েব পেজ প্রদর্শিত হবে।
  • এই পেজে Enrollment’ বাটন-এ ক্লিক করলে প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনা- এ ক্লিক করতে হবে।
  • এরপর যে ফর্মটি খুলবে তাতে সমস্ত বিশদ পূরণ করে ‘SUBMIT’ অপশনে ক্লিক করতে হবে।
  • শেষে ‘Generate OTP’ চয়ন করুন এবং ‘Verify OTP’ সিলেক্ট করলে পুনরায় একটি পেজ খুলবে।
  • এখানে আপনাকে ব্যাঙ্ক ডিটেলস পূরণ করে ‘Submit & Proceed’ এ ক্লিক করতে হবে।
  • এরপর ‘Print Mandate Form’ – ক্লিক করুন। ফর্মটি ডাউনলোড হয়ে যাবে।
  • এবার ফর্মটি প্রিন্ট আউট করে নিজে সাইন করে তা স্ক্যান করে কপিটি ‘Please Upload A Self Attested Copy Of The Application Cum Mandate Form To Complete Your Registration’ –এ ক্লিক করুন।
  • শেষ পর্যায়ে কিস্তি প্রদানের জন্য পেমেন্ট অপশন নিজের পছন্দমতো চয়ন করুন। পেমেন্ট করার পরই আপনার রেজিস্ট্রেশন্টি সম্পূর্ণ হয়ে যাবে।

বিশদ তথ্যের জন্য লগ ইন করুন –

https://labour.gov.in/pm-sym

Related link -

পিএম জনধন অ্যাকাউন্টে (PMJDY) অন্তিম কিস্তি ট্রান্সফার

English Summary: Now you too will get Rs 3,000 per month from the government through PM-SMY
Published on: 09 June 2020, 07:45 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।

এখনই অবদান রাখুন (Contribute Now)