কৃষক ঐতিহ্যবাহী চাষ ছেড়ে ফুল চাষ শুরু করেছেন, বার্ষিক ১৮ লক্ষ টাকা আয় করছেন এই ৪টি কৌশল ব্যবহার করে মাছ চাষ করুন, উৎপাদন এবং লাভ দ্রুত বৃদ্ধি পাবে! অর্থকারী পানিফলের চাষ পদ্ধতি শিখে নিলে আয় হবে দ্বিগুন
Updated on: 28 July, 2021 11:16 AM IST
Paddy farming (image credit- Google)

বাংলার ধান উৎপাদনের উচ্চ প্রযুক্তির ব্যবহার এবার গোটা আমেরিকাকে শেখাবেন বর্ধমানের যুবক। ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউটের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আমেরিকার (USA) ইউনিভার্সিটি অফ ইলিনয়ে গবেষণার সুযোগ পেলেন আকাশ দত্ত। আন্তর্জাতিক ধান গবেষণার ক্ষেত্রে এশিয়া (Asia) মহাদেশ থেকে মাত্র ২ জন আমেরিকায় গিয়ে এই কাজের সুযোগ পেয়েছেন। উন্নতমানের ধান উৎপাদনের ক্ষেত্রে জেনেটিক্স (Genetics ) প্রযুক্তি নিয়ে গবেষণা করেছেন আকাশ। বিশ্ব উষ্ণায়নে (Global Warming) ক্রমাগত বদলে যাওয়া আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে আরও বেশি ফলনশীল ধানের প্রজাতি তৈরির ক্ষেত্রে কীভাবে কাজ হয়, সেটাই দেখাবেন এই তরুণ গবেষক।

কিভাবে আকাশ এই সাফল্য পেলেন?

পূর্ব বর্ধমানকে রাজ্যের শস্য ভান্ডার বা ধানের গোলা বলা হয়ে থাকে | এই জেলা থেকে আন্তর্জাতিক ধান গবেষণার ক্ষেত্রে আকাশের এই সাফল্য জেলাবাসীর কাছে গর্বের বিষয়। বর্ধমান পৌর উচ্চ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন আকাশ। তারপর কৃষিবিজ্ঞান (Agriculture) নিয়ে স্নাতক হন ওড়িশার শিক্ষা ও অনুসন্ধান কলেজ থেকে। ২০২০ সালে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে স্নাতকোত্তর আকাশ গবেষণার জন্য বিভিন্ন জায়গায় আবেদন করেছিলেন। ২০২১ সালে ফিলিপিন্সের ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউটেও আবেদনপত্র পাঠান তিনি।

আরও পড়ুন:গ্রাম রোজগার সহায়ক পদে কর্মী নিয়োগ, দেখুন বিস্তারিত তথ্য

সেখানে এশিয়া মহাদেশ থেকে ২ জনের আবেদন খতিয়ে দেখা হয়। একটি নির্দিষ্ট বিষয়ে তাঁকে প্রজেক্ট জমা দেওয়ার অ্যাসাইনমেন্ট দেয় ওই প্রতিষ্ঠান। সেই প্রজেক্টের ভিত্তিতেই আকাশ ১০০ শতাংশ স্কলারশিপ পান। আমেরিকার ইউনিভার্সিটি অফ ইলিনয়ে আর্বানা শাম্পেইনে গবেষণার সুযোগ পেয়েছেন আকাশ দত্ত। তাঁর বাবা তারাপদ দত্ত কৃষি দপ্তরের ডেপুটি ডিরেক্টর। ছেলের এই পড়াশোনার ক্ষেত্রে মূল উৎসাহদাতা তার বাবা। এতো বড় আন্তর্জাতিক গবেষণা ক্ষেত্রে সুযোগ পাওয়ায় তার সাথে পরিবারের সকলেই খুশি |

কি নিয়ে তিনি গবেষণা করবেন?

 

আকাশ জানিয়েছেন, মূলত পশ্চিমবঙ্গে উৎপাদিত হয়, এরকম প্রজাতির ধান (Paddy Cutivation) নিয়েই তিনি গবেষণা করবেন। বিভিন্ন বিষয়ের মধ্যে ধান গাছের জেনেটিক ম্যানিপুলেশনই তার গবেষণার বিষয়। আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে কীভাবে আরও উচ্চ ফলনশীল ধান প্রজাতি তৈরি করা যায়, সেটাই তার মূল গবেষণার উদ্দেশ্য | এখানের কাজ শেষ করে ফিলিপিন্সের ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউটে যোগ দেওয়ার কথা আকাশের |

আরও পড়ুন -শেড নেট পদ্ধতিতে পান চাষে বিঘা প্রতি ব্যাপক আয়ের সুযোগ

English Summary: Paddy researcher: Bengal youth will show the way to America in producing high quality rice
Published on: 28 July 2021, 11:16 IST