জমির বদলে মিলবে সরকারি চাকরি। গত মাসে এমনটাই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূমের মহম্মদবাজার থানা এলাকার দেউচা পাচামি দেওয়ানগঞ্জ হরিণসিঙা কয়লা খনি নিয়ে এমনটাই মন্ত্যব্য করেন মুখ্যমন্ত্রী। সেখানে তাঁদের জমির প্রয়োজন। আর জমির পরিবর্তে সমস্ত ক্ষতিপূরণ দেবে সরকার। এমনকি মিলবে পুলিশের চাকরি। জমির বদলে রিবার পিছু একজনকে সিনিয়র কনস্টেবল অথবা জুনিয়র কনস্টেবল পদে চাকরি দেওয়া হবে, এমনটাই বলেন তিনি।
তবে যোগ্যতা অনুযায়ী দেওয়া হবে চাকরি। এই সংবাদ শোনার পরই দেউচা পাচাতিতে জমির কাগজপত্র হাতে ভিড় ব্লক অফিসে। সুত্রের খবর ওই এলাকায় মোট ৩৮০০ একর জমির প্রয়োজন। সরকারের হাতে আপাতত ১হাজার একর জমি রয়েছে। আর বাকি জমি ওই এলাকার বাসিন্দাদের হাতে। তবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যার ইচ্ছে সে জমি দেবে। আপাতত সরকারের কাছে যা জমি রয়েছে সেই জমিতেই কাজ শুরু হবে। স্থানীয়দের থেকে জমি অধিগ্রহণ করতে ইতিমধ্যেই রাজ্য সরকার ১০ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছে।
বীরভূমের জেলাশাসক বিধান রায় এই বিষয়ে জানান বর্তমানে ৫৮৫ জন বাসিন্দা জমি দিতে ইচ্ছুক হয়েছেন। তাঁদের কাছ থেকে ২২৫ একর জমি পাওয়া গেছে। তবে এলাকার বহুজন এখন সরকারি চাকরির দিকেই ঝুঁকছেন। তাঁদের ছেলেমেয়েদের ভবিষ্যতের কথা ভেবে।
আরও পড়ুনঃ জন্ম মৃত্যু সার্টিফিকেট নিয়ে বড় ঘোষণা রাজ্যের! শুরু হচ্ছে পোর্টাল