Presidential Election 2022 Result:পরবর্তী রাষ্ট্রপতি কে?ফল ঘোষনা আর কিছুক্ষন পরেই

Presidential Election 2022 Results..একদিকে এনডিএ প্রার্থী দ্রৌপদি মুর্মু অন্যদকে সম্মিলিত বিরোধী জোটের প্রার্থী যশবন্ত সিনহা।কে হবে দেশের পরবর্তী রাষ্ট্রপতি?

Saikat Majumder
Saikat Majumder

আর কিছুক্ষন পরেই ঘোষনা হতে চলেছে রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল।একদিকে এনডিএ প্রার্থী দ্রৌপদি মুর্মু অন্যদকে সম্মিলিত বিরোধী জোটের প্রার্থী যশবন্ত সিনহা।কে হবে দেশের পরবর্তী রাষ্ট্রপতি।টানটান উত্তজনা রয়েছে রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল নিয়ে।

তবে অঙ্কের নিরিখে এনডিএ মনোনীত প্রার্থী দ্রৌপদী মুর্মু এগিয়ে থাকবেন বলেই মনে করা হচ্ছে। তবে গণনা শেষে চূড়ান্ত ফল নিশ্চিত হওয়া যাবে। দ্রৌপদী জিতলে তিনি দেশের ১৫তম রাষ্ট্রপতি হবেন এবং দেশের প্রথম আদিবাসী মহিলা হিসেবে রাষ্ট্রপতি পদে বসবেন। বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ শেষ হলে ২৫ জুলাই শপথ নেবেন নয়া রাষ্ট্রপতি।

আরও পড়ুনঃ ‘জনগণের গভর্নর’ এনডিএ-এর উপরাষ্ট্রপতি পদপ্রার্থীকে শুভেচ্ছে দিলীপের

খুব বড় কোনও অঘটন না ঘটলে আজ রাষ্ট্রপতি নির্বাচনের অনায়াসে জিততে চলেছেন দ্রৌপদী। আর তা হলে, তিনি হবেন স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি যিনি জনজাতি সমাজের প্রতিনিধি। সম্ভবত ফল প্রত্যাশিত জেনেই আজ থেকেই দ্রৌপদীর দিল্লির অস্থায়ী বাসভবন ৪, উমাশঙ্কর দীক্ষিত মার্গের বাংলোয় সাজ-সাজ রব ।

১৮ জুলাই ভোটগ্রহণ শেষের পরই সমস্ত রাজ্যের বিধানসভাগুলি থেকে ব্যালট বক্স কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সংসদ ভবনে আনা হয়েছে। এবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট পড়েছে ৯৯ শতাংশ। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে মোট ৪ হাজার ৭৯৬ জন ভোটারের মধ্যে ৯৯. ১৮ শতাংশ ভোটারই নিজেদের মতদান করেছেন। ১০ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ১০০ শতাংশ ভোট পড়েছে। 

আরও পড়ুনঃ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

প্রসঙ্গত, রাষ্ট্রপতি নির্বাচনে দেশের সাধারণ মানুষ অংশগ্রহণ করেন না। তাদের হয়ে অংশ নেন জনপ্রতিনিধিরা। লোকসভা ও রাজ্যসভার সাংসদ ও রাজ্যগুলির বিধানসভার সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার অধিকারী।সেইমত লোকসভার ৫৪৩ জন সদস্য রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেন। তবে রাজ্যসভার ২৪৫ জন সদস্যের মধ্যে ২৩৩ জন ভোটদানের অধিকারী। কিন্তু এবার জন্মু ও কাশ্মীর রাজ্যের তকমা হারানোয় চারটি আসন খালি রয়েছে।সেক্ষেত্রে রাজ্যসভার মাত্র ২২৯ জন সদস্য ভোট দিতে পারবেন। দেশের সবকটি রাজ্যের বিধায়ক হিসেবে ৪ হাজার ৩৩ জন সদস্য ভোট দিতে দিয়েছেন। 

Published On: 21 July 2022, 10:56 AM English Summary: Presidential Election 2022 Results: Who's Next at the Center? The result will be declared shortly after

Like this article?

Hey! I am Saikat Majumder. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters