কৃষিজাগরন ডেস্কঃবেঙ্গালুরুতে আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।গতকাল কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে ২ নম্বর টার্মিনালের উদ্বোধন করতে বেঙ্গালুরুতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।সেখানে তিনি টার্মিনাল ২ তৈরির বিস্তারিত কাজকর্ম সম্পর্কে খোজ খবর নেন।
প্রধানমন্ত্রী এই কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ২ – এর হাঁটাপথটি ঘুরে দেখেন এবং কি ধরনের সুযোগ-সুবিধা এখানে রয়েছে তিনি তাও প্রত্যক্ষ করেন। টার্মিনাল ২ – এর উপর নির্মিত একটি স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্রও প্রধানমন্ত্রী দেখেন।
আরও পড়ুনঃ কৃষি যন্ত্র কেনার জন্য ৬০ শতাংশ পর্যন্ত ভর্তুকি দেবে রাজ্য সরকার
এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেন, “বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরের এই টার্মিনাল ২ – এর ফলে অন্যান্য সুযোগ-সুবিধার পাশাপাশি, এই বিমানবন্দরে যাত্রী পরিবহণ ক্ষমতাও বৃদ্ধি পাবে।আমাদের শহরের কেন্দ্রগুলিতে প্রথম সারির পরিকাঠামোর সুবিধা সম্প্রসারণই আমাদের প্রচেষ্টার অঙ্গ। এই টার্মিনালটি খুব সুন্দর ও যাত্রী-বান্ধব। এর উদ্বোধন করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত”।
প্রায় ৫ হাজার কোটি টাকা ব্যয়ে বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে টার্মিনাল ২ তৈরি করা হয়েছে। এই টার্মিনালের ফলে যাত্রী পরিবহণ ক্ষমতা দ্বিগুণ বৃদ্ধি পাবে। বর্তমানে এই বিমান বন্দর আড়াই কোটি যাত্রী পরিবহণ করে, এখন তা বেড়ে হবে বার্ষিকি ৫-৬ কোটি।
এই টার্মিনাল ২ হ্যাঙ্গিং গার্ডেন এবং বাইরের বাগানের বিস্তৃত পরিসর মিলে যাত্রীরা প্রায় ১০ হাজার স্কোয়ার ফুটেরও বেশি এলাকা সবুজের সান্নিধ্য উপভোগ করতে পারবেন। ১০০ শতাংশ পুনর্নবীকরণযোগ্য শক্তির ব্যবহার সুনিশ্চিত করে এই বিমানবন্দর এক দৃষ্টান্ত স্থাপন করেছে।
আরও পড়ুনঃ কৃষি যন্ত্রপাতি কেনার জন্য ভর্তুকি দেবে রাজ্য সরকার,জানুন আবেদন পদ্ধতি
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী শ্রী বাসবরাজ বোম্বাই, কর্ণাটকের রাজ্যপাল শ্রী থাওয়ার চাঁদ গেহলট এবং কেন্দ্রীয় মন্ত্রী শ্রী প্রহ্লাদ যোশী।