এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 23 August, 2021 10:58 AM IST
Railway recruitment (image credit- Google)

ভারত সরকারের রেল দপ্তরে গ্রূপ-সি পদে প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রার্থী নিয়োগ করা হবে কলকাতা শাখাতে। সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন। সম্পূর্ণ চুক্তিভিত্তিক ভাবে ১১ মাসের কাজের জন্য নিয়োগ করা হবে, প্রার্থীর কাজ সন্তোষজনক হলে চুক্তির সময়সীমা বাড়বে।

পদের নাম(Designation):

ডাটা এন্ট্রি অপারেটর বা DEO (গ্রূপ-সি)

শূন্যপদ(Vacancy):

১ টি।

বয়স(Age):

প্রার্থীকে অবশ্যই ১৮ বছরের ঊর্ধ্বে হতে হবে।

বেতন(Salary):

প্রতি মাসে ২৫,০০০ টাকা।

আরও পড়ুন - Education Supervisor Recruitment: রাজ্যে এডুকেশন সুপারভাইজার নিয়োগের বিজ্ঞপ্তি, দেখুন বিস্তারিত তথ্য

শিক্ষাগত যোগ্যতা(Educational qualification):

যেকোন শাখায় প্রার্থীকে অবশ্যই স্নাতক হতে হবে সঙ্গে ইংরেজি ভাষার দক্ষতা এবং কম্পিউটার/ IT অ্যাপ্লিকেশনে দক্ষতা থাকতে হবে।

আবেদন পদ্ধতি(Application procedure):

আগ্রহী প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনপত্র ডাউনলোড করতে পারবেন  https://ser.indianrailways.gov.in/ ওয়েবসাইট থেকে। এছাড়াও নীচে দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি আবেদনপত্র ডাউনলোড করতে পারবেন। পূরণ করা আবেদন পত্রের সঙ্গে প্রার্থী তার শিক্ষাগত যোগ্যতার সমস্ত সার্টিফিকেট ও মার্কশিট এবং সেল্ফ অ্যাটেস্টেড করা কপি দিয়ে নিম্নোক্ত ঠিকানায় সরাসরি অথবা ডাক বিভাগের মাধ্যমে পাঠাতে পারেন।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা(Address):

 Railway Claims Tribunal, Esplanade Mansion, 2, Esplanade East, Kolkata- 700069

আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ(Last date):

৩১/০৮/২০২১

অফিসিয়াল নোটিশ দেখার লিংক(Official notice):

https://ser.indianrailways.gov.in/cris//uploads/files/1628576030849-Data%20Entry%20OperatorRCT_Kol.pdf

আরও পড়ুন - Tomato Disease Control – জেনে নিন টমেটোর বিভিন্ন রোগ ও তার প্রতিকার পদ্ধতি সম্পর্কে

English Summary: Railway Kolkata division recruitment: Recruitment of staff in Kolkata branch of Railway Department, see information
Published on: 23 August 2021, 10:58 IST