কৃষিজাগরন ডেস্কঃ চা বাগান থেকে উদ্ধার হস্তী শাবক।বানারহাট ব্লকের চুনাভাটি চা বাগানের নালায় থেকে উদ্ধার হল হস্তী শাবকের মৃতদেহ। হাতিটির বয়স আনুমানিক ১ বছর। কি কারনে হাতিটির মৃত্যু হয়েছে তা নিয়ে রহস্য দানা বাঁধতে শুরু করেছে।
বৃহস্পতিবার ৩৯ নম্বর সেকশনে চা বাগানে কাজ করার সময় শ্রমিকরা হস্তী শাবকটিকে মৃত অবস্থায় দেখতে পায়।বিষয়টি জানাতে পেরে চা বাগান কর্তৃপক্ষ বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের কর্মীদের খবর দেয়।
আরও পড়ুনঃ হৈমন্তী চা চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা
বন দপ্তর সূত্রে খবর, হাতিটির বয়স আনুমানিক ১ বছর। সেটি স্ত্রী শাবক। এদিন মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাটাগুড়ি প্রকৃতি পর্যবেক্ষণকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।ময়নাতদন্তের রিপোর্ট আসলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে।
আরও পড়ুনঃধানের জমিতে অ্যাজোলা চাষের পদ্ধতি
এর আগে বারবার হস্তী শাবকের মৃত্যু খবর সামনে এসেছিল। গত ২৬ মে ডুয়ার্সের জঙ্গলে একটি হাতি শাবকের মৃত্যু হয়।এর পরের দিন থেকেই মৃত শাবকটিকে তার মা হাতি শুঁড়ে করে পেঁচিয়ে নিজের সঙ্গে নিয়ে ঘুরতে থাকে গোটা ডুয়ার্স এলাকায়।এই রকম ভাবে তিন দিন ধরে ওই মা হাতিটি তার মৃত শাবকটিকে আগলে ধরে বসে ছিল।তার সঙ্গে ৩০-৪০ জনের একটি হাতির দলও ছিলো।যার ফলে বনকর্মীরা মৃত শাবকটির দেহ উদ্ধার করতে পারছিল না ।অবশেষে মা হাতিটি একটু দূরে যাওয়াতে শাবকটির দেহ উদ্ধার করা সম্ভব হয়েছিল।