কৃষিজাগরন ডেস্কঃ ইডি দফতরে হাজিরা দিচ্ছেন না সায়নী ঘোষ।প্রয়োজনীয় নথিপত্র ইডি দফতরে পাঠিয়ে দিয়েছেন বললেন তৃণমুলের মুখপাত্র কুনাল ঘোষ।তিনি বলেন সায়নী এখন ভোটের কাজে ব্যস্ত।ভোট মিটলে ইডি দফতরে যাবেন বলে জানিয়েছেন কুণাল।
গত শুক্রবার ইডির জিজ্ঞাসাবাদের পর শনিবার ও রবিবারও তৃণমূলের ভোট প্রচারে ছিলেন না সায়নী ঘোষ।প্রচারের তালিকায় নাম থাকলেও বৃহস্পতিবার প্রচারে যাননি সায়নী ঘোষ। পূর্ব বর্ধমানে তাঁর প্রচার করার কথা ছিল। ‘মায়ের শরীর ভাল নয়’ দলকে জানিয়েছেন সায়নী।
আরও পড়ুনঃ বাজার দর সামলাতে ব্যর্থ শাসকদল, মমতার সুরেই সরকারকে কটাক্ষ শুভেন্দুর
নিয়োগ দুর্নীতি মামলায় গত শুক্রবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তাঁকে ডেকে পাঠায় ইডি । ইডি দফতরে হাজিরা দেওয়ার আগে খোঁজ পাওয়া যাচ্ছিল না সায়নীর। তবে দেখা যায় নির্ধারিত সময়েই ইডি অফিসে পৌঁছে গিয়েছিলেন সায়নী। দীর্ঘ ১১ ঘণ্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে এসে তিনি তদন্তকারীদের সহযোগিতা করেছেন বলে দাবি করেছিলেন।বলেছিলেন, দরকারের ২৪ ঘণ্টা ইডি দপ্তরে থেকেও তদন্তে সহযোগিতা করবেন।
আরও পড়ুনঃ নিরাপত্তায় গলদ!এখনও পাওয়া যায়নি ড্রোন,সত্যিই ড্রোন নাকি অন্য কিছু! ফাঁপর দিল্লি পুলিস
বুধবার ফের তাঁকে আরও কিছু নথিপত্র নিয়ে তলব করা হয়। তাই এদিন সকাল থেকে সকলের নজর ছিল তাঁর দিকে। আদৌ তিনি হাজিরা দেন নাকি অন্য কোনও সিদ্ধান্ত নেন, সেই নিয়ে জোড়ালো হচ্ছিল জল্পনা। তবে শেষমেশ জানা যায়, তিনি আজ হাজিরা দিচ্ছেন না। ই-মেল মারফত সায়নী ঘোষ ইডি আধিকারিকদের জানিয়েছেন, যে পঞ্চায়েত ভোটের প্রচারে তিনি ব্যস্ত থাকবেন। পূর্ব বর্ধমানের গোলসিতে তাঁর সভা রয়েছে। সেখানে যোগ দেওয়ার জন্যই তিনি ইডি দপ্তরে যেতে পারবেন না ।তবে ইডি তাঁর থেকে যা নথি চেয়েছে, তা তিনি পাঠিয়ে দেবেন।