নিরাপত্তায় গলদ!এখনও পাওয়া যায়নি ড্রোন,সত্যিই ড্রোন নাকি অন্য কিছু! ফাঁপর দিল্লি পুলিস

এখনও মেলেনি রহস্যময় ড্রোনের সন্ধান। সাতসকালে আচমকাই ড্রোন উড়তে দেখা গেল প্রধানমন্ত্রীর বাসভবনের উপর

KJ Staff
KJ Staff

কৃষিজাগরন ডেস্কঃ এখনও মেলেনি রহস্যময় ড্রোনের সন্ধান। সাতসকালে আচমকাই ড্রোন উড়তে দেখা গেল প্রধানমন্ত্রীর বাসভবনের উপর।ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে৷ ঘটনার তদন্ত শুরু করেছেন দিল্লি পুলিশের আধিকারিকেরা। ভোর পাঁচটা নাগাদ একটি ড্রোন উড়তে দেখা যায় প্রধানমন্ত্রীর বাসভবনের উপর। প্রধানমন্ত্রী বাসভবনটি নো ফ্লাইং জনের অন্তর্ভুক্ত। এই অঞ্চলে কোনও বিমান বা ড্রোন ওড়ানো যায় না।

সোমবার ভোর ৫টা নাগাদ প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নিযুক্ত থাকেন এসপিজি-র আধিকারিকেরা পুলিশকে এই বিষয়ে অবহিত করেন।তাঁরাই প্রথম ড্রোনটি লক্ষ করেন। খবর পেয়েই দ্রুত পদক্ষেপ করে দিল্লি পুলিশ। তারা এই বিষয়ে তদন্ত শুরু করেছে।

আরও পড়ুনঃ ‘অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছি’ দুর্যোগের দিন কি ঘটেছিল জানালেন মু্খ্যমন্ত্রী

সেই বিষয়ে এডিডি কন্ট্রোল রুমে খবর আসে। ড্রোনের খবর পেয়েই আশেপাশের এলাকায় চিরুনি তল্লাশি চালানো হয়। তা সত্ত্বেও এ ধরনের কোনও ড্রোনের সন্ধান পাওয়া যায়নি। এদিকে এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমের সাথেও এই বিষয়ে যোগাযোগ করা হয়েছিল। তারা জানায়, প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে এমন কোনও উড়ন্ত বস্তু শনাক্ত করতে পারেনি তারা।' এই পরিস্থিতি এই ড্রোন নিয়ে ক্রমেই রহস্য ঘনীভূত হচ্ছে।

আরও পড়ুনঃ বহাল রইল হাইকোর্টের নির্দেশ, কেন্দ্রীয় বাহিনী দিয়েই পঞ্চায়েত ভোট ,প্রশ্নের মুখে রাজ্য নির্বাচন কমিশন

ড্রোনের খবর পেয়েই আশেপাশের এলাকাগুলিতে তল্লাশি চালানো হয়।কিন্তু তা সত্ত্বেও কোনও ড্রোনের সন্ধান মেলেনি। এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করা হয়েছিল।তবে তারা জানায়, প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে এমন কোনও উড়ন্ত বস্তু শনাক্ত করতে পারেনি। এই পরিস্থিতি এই ড্রোন নিয়ে ক্রমেই রহস্য ঘনীভূত হচ্ছে।

Published On: 03 July 2023, 04:19 PM English Summary: Security lapse! Drone still not found, really drone or something else, says Delhi Police

Like this article?

Hey! I am KJ Staff . Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters