'MFOI, VVIF কিষাণ ভারত যাত্রা' গুজরাটের বিভিন্ন গ্রামে পৌঁছে কৃষকদের সম্মানিত করেছে Weather Update: ঝেঁপে নামবে বৃষ্টি! শনিবার থেকেই আবহাওয়ার আমূল পরিবর্তনের পূর্বাভাস হাওয়া অফিসের “ট্র্যাক্টর কে খিলাড়ি” কৃষকদের 51 হাজার টাকা পর্যন্ত পুরস্কার
Updated on: 4 June, 2020 5:50 PM IST

স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (SBI) একটি পৃথক FI&MM ভার্টিকল শুরু করেছে, যেখানে চাষাবাদের (Agriculture) সঙ্গে যুক্ত ব্যক্তিদের, গ্রামীণ ও আধা শহর এলাকায় বসবাসকারীদের মাইক্রো ক্রেডিটের (Micro Credit) সুবিধা প্রদান করা হবে৷

এই পরিষেবা প্রদানের জন্য দেশের গ্রামীণ ও আধা শহর এলাকার প্রায় ৮ হাজার শাখাকে বেছে নেওয়া হয়েছে৷ এসবিআই-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সঞ্জীব নটিয়াল-এর নেতৃত্বে এই কাজ হচ্ছে৷   

এর উদ্দেশ্য কী (Objective of FI&MM vertical)?

এসবিআই-এর এই নয়া এফআই অ্যান্ড এমএম ভার্টিক্যাল (FI&MM vertical) তৈরির উদ্দেশ্য হল, দেশের বিভিন্ন ছোট ব্যবসাগুলির প্রতি আরও বেশি করে নজর দেওয়া এবং সেই সঙ্গে গ্রাহকদের সঙ্গে ব্যাঙ্কের যোগাযোগকে আরও সুদৃঢ় এবং মসৃণ করা। নয়া এই উদ্যোগে ছোট ব্যবসা থেকে শুরু করে কৃষিকাজে যাতে ব্যাঘাত না ঘটে তার জন্য বিশেষ সুবিধা প্রদান করা হবে৷ ঋণ দিতে এবং তা গ্রাহকের কাছে পৌঁছে দিতে যাতে বেশি সময় না লাগে সেই বিষয়েও নজর দেওয়া হবে এই ব্যবস্থায়৷

গ্রামীণ, আধা শহর, নগর ও মেট্রো অঞ্চলে ৬৩,০০০ গ্রাহক পরিষেবা পয়েন্টের মাধ্যমে পরিষেবার মান এবং ব্যাঙ্কিং পরিষেবার সহজলভ্যতাও জোর দেওয়া হবে। নতুন ভার্টিকালটি মাইক্রো ফিনান্স সেক্টরে আরও বেশি করে উৎসাহ দিতে পারবে বলে আশা করা হচ্ছে৷

নতুন এই ভার্টিক্যালের উদ্বোধনের সময় এসবিআই-এর চেয়ারম্যান রজনীশ কুমার জানান, এই এফআই অ্যান্ড এমএম ভার্টিক্যাল (FI&MM vertical) তৈরির লক্ষ্যই হল, বিভিন্ন ব্যবসার প্রতি আরও ভালো করে নজর দেওয়া এবং ব্যাঙ্কের বিভিন্ন শাখার সঙ্গে গ্রাহকদের যোগাযোগের মানকে আরও উন্নত করা।

নতুন এফআই অ্যান্ড এমএম ভার্টিকাল (FI&MM vertical) ছোট ব্যবসায়, কৃষি বিভাগগুলিকে সাহায্য প্রদান করবে যাতে এগুলি কোনও রকম বাধাবিঘ্ন ছাড়া সুচারুভাবে কাজ সম্পন্ন করে যেতে পারে৷ বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে দেশের অর্থনৈতিক অবস্থা এবং দৈনন্দিন জীবনযাত্রা যেভাবে ধাক্কা খেয়েছে, তার থেকে মূল স্রোতে ফিরিয়ে আনতে এই নয়া উদ্যোগে যে যথেষ্ট কার্যকরী হবে এমনটাই মনে করছেন অনেকে৷

বর্ষা চ্যাটার্জি

Related Articles-

https://bengali.krishijagran.com/news/now-you-can-know-your-sbi-pmjdy-account-balance-and-transactions-with-just-one-phone-call/

https://bengali.krishijagran.com/news/kcc-can-provide-you-more-benefit-apply-today-for-your-kcc-from-sbi/

English Summary: SBI launches separate FI&MM vertical for agriculture, micro credit
Published on: 04 June 2020, 05:44 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।

এখনই অবদান রাখুন (Contribute Now)