রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর | ভারতীয় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (State Bank Of India) তরফ থেকে গোটা দেশজুড়ে প্রায় ৬ হাজার শূন্যপদে শিক্ষানবিশ (Apprentice) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে | পশ্চিমবঙ্গের (West Bengal) প্রতি জেলায় নিয়োগ করা হবে | যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবেন | প্রশিক্ষণ চলাকালীন প্রতিমাসে স্টাইপেন্ড পাবেন |
পদের নাম(Designation):
এপ্রেন্টিস বা শিক্ষানবিশ (Apprentice)
মোট শূন্যপদ(vacancy):
৬১০০টি | পশ্চিমবঙ্গের ৭১৫ টি |
বয়স(Age):
এই পদে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স হতে হবে ২০ থেকে ২৮ বছরের মধ্যে ৩১/১০/২০২১ তারিখ অনুযায়ী |
আরও পড়ুন -Krishakbondhu Scheme: কৃষকবন্ধু প্রকল্পে মাত্র ১৫ দিনে রাজ্যের ৬২ লক্ষ চাষীভাই পেলেন ভাতা
শিক্ষাগত যোগ্যতা(Educational qualification):
যেকোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে গ্রাজুয়েশন পাশ করতে হবে |
প্রশিক্ষণের সময়সীমা:
১ বছর |
স্টাইপেন্ড:
প্রতিমাসে স্টাইপেন্ডের পরিমান ১৫০০০ টাকা |
নিয়োগ পদ্ধতি(Hiring Procedure):
২টি ধাপে প্রয়োগ করা হবে |
- Online Written Test
- Test of the Local Language
পরীক্ষা পদ্ধতি:
পরীক্ষার পূর্ণমান ১০০ | সময়সীমা ১ ঘন্টা | নেগেটিভ মার্কিং ০.২৫ নম্বরে | অনলাইন পরীক্ষা ২০২১ সালের অগাস্ট মাস |
- General awareness – 25 Marks
- General English – 25 Marks
- Quantitative Aptitude- 25 Marks
- Reasoning/ computer aptitude- 25 Marks
আবেদন পদ্ধতি(Application Procedure):
আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে | ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে | প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হলে রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করে আবেদন করতে হবে | অনলাইন আবেদন করতে ২৬ জুলাই, ২০২১ তারিখ পর্যন্ত |
লগ-ইন করার লিংক:
https://ibpsonline.ibps.in/sbiappajun21/
রেজিস্ট্রেশন করার লিংক:
https://ibpsonline.ibps.in/sbiappajun21/basic_details.php
অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখার লিংক:
নিবন্ধ: রায়না ঘোষ
আরও পড়ুন -Strawberry Farming: জেনে নিন সুস্বাদু স্ট্রবেরি চাষের দুর্দান্ত কৌশল