Krishakbondhu Scheme: কৃষকবন্ধু প্রকল্পে মাত্র ১৫ দিনে রাজ্যের ৬২ লক্ষ চাষীভাই পেলেন ভাতা

কৃষকবন্ধু প্রকল্পে রাজ্যের বড় সাফল্য | প্রতিশ্রুতি ছিল ‘কৃষকবন্ধু (Krishak Bandhu) প্রকল্পের টাকা বাড়িয়ে দ্বিগুণ করা হবে। মুখ্যমন্ত্রী সেই প্রতিশ্রুতি রক্ষা করেছেন। শপথ নেওয়ার ১ মাসের মধ্যে ‘কৃষকবন্ধু’ প্রকল্পে ভাতা বাড়িয়ে বার্ষিক ১০ হাজার টাকা করেছেন। গত ১৭ জুন নবান্ন থেকে বর্ধিত ভাতার প্রকল্পটি তিনি ঘোষণাও করেন।

রায়না ঘোষ
রায়না ঘোষ
Krishak Bandhu Scheme
WB CM Mamata Banerjee (Image Credit - Google)

কৃষকবন্ধু প্রকল্পে রাজ্যের বড় সাফল্য | প্রতিশ্রুতি ছিল ‘কৃষকবন্ধু (Krishak Bandhu) প্রকল্পের টাকা বাড়িয়ে দ্বিগুণ করা হবে। মুখ্যমন্ত্রী সেই প্রতিশ্রুতি রক্ষা করেছেন। শপথ নেওয়ার ১ মাসের মধ্যে ‘কৃষকবন্ধু’ প্রকল্পে ভাতা বাড়িয়ে বার্ষিক ১০ হাজার টাকা করেছেন। গত ১৭ জুন নবান্ন থেকে বর্ধিত ভাতার প্রকল্পটি তিনি ঘোষণাও করেন। প্রথম দিনেই প্রায় ১০ লক্ষ কৃষকের ব্যাঙ্ক একাউন্টে পৌঁছে গিয়েছিল প্রথম কিস্তির ২৯০ কোটি টাকা।

মাত্র ১৫ দিনেই গোটা রাজ্যে ৬২ লক্ষ কৃষকের ঘরে পৌঁছে গিয়েছে প্রথম কিস্তির টাকা। এত অল্প সময়ে, এত বেশি সংখ্যক মানুষের ব্যাঙ্ক একাউন্টে প্রকল্পের টাকা পৌঁছে দেওয়া এক বড় সাফল্য বলে মনে করছেন প্রশাসনিক কর্তারা। প্রথম কিস্তিতে মোট ১৮০০ কোটি টাকা খরচ হচ্ছে। এই বছরের শেষের দিকে কৃষকদের ঘরে দ্বিতীয় কিস্তির টাকাও পৌঁছে যাবে।

কি কি সুবিধা পেয়েছেন কৃষকরা (Benefits of this scheme)?

আগে কৃষকরা বছরে ৫ হাজার টাকা করে এই প্রকল্পে ভাতা পেতেন। এবার সেটা ১০ হাজার করা হয়েছে। যাদের জমি ১ একরের কম তারাও এই প্রকল্পে বছরে ২ হাজার টাকা পেত। এবার সেটা বাড়িয়ে ৪ হাজার টাকা করা হয়েছে। কেন্দ্রের যে কৃষক ভাতা প্রকল্প রয়েছে, সেখানে যেসব কৃষকের ২ একরের বেশি জমি রয়েছে, তারাই একমাত্র ভাতা পায়। রাজ্য সমস্ত কৃষককে তার ‘কৃষকবন্ধু’ প্রকল্পের আওতায় এনেছে। এমনকী, যেসব খেতমজুর, বর্গাদারদের সামান্য জমি তাদেরও এই প্রকল্পে যুক্ত করার ব্যবস্থা করেছে। এই প্রকল্পে বার্ষিক ভাতা ছাড়াও কৃষকদের ২ লক্ষ টাকার জীবনবিমা করে দেওয়া হয়। প্রকল্পটি চালু হওয়ার পর রাজ্যের ২৮ হাজার কৃষক পরিবার মৃত্যুকালীন বিমার সুবিধা পেয়েছে।

গত ১০ বছরে কৃষকদের সাহায্যার্থে নানারকম প্রকল্প নিয়েছে রাজ্য। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে চাষের জমি নষ্ট হয়েছে এমন ১ কোটি ২০ লক্ষ পরিবারকে গত ১ দশকে সাড়ে তিন হাজার কোটি টাকা সহায়তা দিয়েছে রাজ্য। তবে, ‘কৃষকবন্ধু’ প্রকল্প নিঃসন্দেহে যুগান্তকারী। বিশেষ করে অতিমারীর এই সময়ে কৃষকদের বছরে ১০ হাজার টাকা ভাতা গ্রামীণ অর্থনীতিকেও মসৃন করবে বলে অর্থনীতিবিদদের ধারণা। গত ১৫ দিনে যে ১৮০০ কোটি টাকা রাজ্য কোষাগার থেকে ৬২ লক্ষ কৃষকের ঘরে পৌঁছেছে, সেই টাকা ঘুরপথে এসে পৌঁছবে রাজ্যের গ্রামীণ অর্থনীতিতে। গ্রামাঞ্চলে ৬২ লক্ষ পরিবারের হাত ধরে পণ্যের চাহিদা বৃদ্ধি ঘটলে তা সামগ্রিক অর্থনীতিকেই পুষ্ট করবে। অতিমারীর শুরুর সময় থেকে একদল অর্থনীতিবিদ বারবার সাধারণ মানুষের হাতে টাকা পৌঁছে দেওয়ার কথা বলছেন।

আরও পড়ুন - One Nation One Ration Card: বাড়িতেই রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্কের বন্দোবস্ত করল খাদ্য দফতর

রাজ্য সরকারের ‘কৃষকবন্ধু’ প্রকল্পে ভাতা দ্বিগুণ করার সিদ্ধান্ত সেই লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপও বটে | এতে গ্রামবাংলার লাখ লাখ কৃষকবন্ধুদের অনেক সাহায্য হয়েছে |                     

নিবন্ধ: রায়না ঘোষ

আরও পড়ুন - Corona 3rd Wave: করোনার তৃতীয় ঢেউ নিয়ে রইলো কিছু গুরুত্বপূর্ণ তথ্য

Published On: 05 July 2021, 08:36 PM English Summary: Krishakbondhu Scheme: In just 15 days, 62 lakh farmers of the state got the allowance under the Krishakbandhu scheme

Like this article?

Hey! I am রায়না ঘোষ . Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters