
পশ্চিমী ঝঞ্ঝার কারনে রবিবার পর্যন্ত রাজ্যে শীত উধাও। আকাশ মেঘলা থাকার কারনে মাটির উষ্ণতা বাইরে বেরতে পারছে না। সর্বনিম্ন তাপমাত্রা সাধারনের থেকে চার ডিগ্রী উপরে ছিল রবিবার। কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা সাধারনের থেকে এক ডিগ্রী উপরে থাকলেও রাজ্য জুরে পরিবেশে অস্বস্তির পারদ ছিল উর্ধমুখি। আলিপুর আবহাওয়া দপ্তরের প্রধান সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান ‘ পূর্ব ও পশ্চিম বায়ুর প্রভাব আমাদের অঞ্চলের ওপর আছে। ফলে আকাশে মেঘ তৈরি হচ্ছে, যা তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছে।
পশ্চিমী ঝঞ্ঝা আমাদের দেশে শীতকালে হঠাৎ বৃষ্টিপাত ও তুষারপাত নিয়ে আসে। কিন্তু উত্তর ভারতেই তা সীমাবদ্ধ থাকে। বিগত সপ্তাহে জন্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশের কিছু অংশে বরফপাত হয় এর ফলে। আবার এই ঝঞ্ঝাই আমাদের রাজ্যে ঠাণ্ডা ও শুকনো বাতাস এর ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে। মঙ্গল বারের মধ্যেই পশ্চিমী ঝঞ্ঝা কেটে যাবে বলে আশা করছেন আবহাওয়াবিদরা। ফলে এর পর আবার উষ্ণতা কমতে পারে আমাদের রাজ্যে।
- তন্ময় কর্মকার (tanmay@krishijagran.com)
Share your comments