এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 28 November, 2022 12:32 PM IST
কৃষিজাগরন ।

কৃষিজাগরন ডেস্কঃ পেয়ারা চাষ করে কোটিপতি হলেন বাংলাদেশের এক যুবক। স্নাতকোত্তর হয়েও চাকরির পেছনে না ছুটে বাবার জমিতে চাষবাস শুরু করেন হালিম নামে ওই যুবক।এখন নিজের বাগানের পেয়ারা বিক্রি করে বছরে কোটি টাকা পর্যন্ত আয় করছেন বাংলাদেশের ওই যুবক।

বাংলাদেশের টাঙ্গাইলের ভবানিটেকি গ্রামের বাসিন্দা হালিম। বাংলাদেশের সংবাদমাধ্যম এক সাক্ষাৎকারে হালিম জানিয়েছেন, ২০০৫ সালে তাঁর বাবা হজ করতে যান। সেই সময় জমির দেখভালের দায়িত্ব তাঁর কাধে এসে বর্তায়। সেখান থেকেই চাষবাসের প্রতি তাঁর ঝোক বাঁড়তে থাকে । এরপর নিজেই শুরু করেন চাষবাস।  

আরও পড়ুনঃ রমরমিয়ে চলছে সারের কালোবাজারি , বিপাকে কৃষকরা

সূত্রের খবর, ময়মনসিংহের আনন্দমোহন কলেজ থেকে সমাজকল্যাণে স্নাতকোত্তর হালিম। তিনি সাক্ষাৎকারে বলেন, ‘‘পড়াশোনা শেষ করে আর চাকরির পিছনে না ছুটে গ্রামের বাড়িতে ফিরে যাই। বাবার জমিতে চাষবাস শুরু করি।’’

শুরুর দিকে আনারস, ধান এবং সবজির চাষ করলেও পরে লাভজনক ফল চাষের দিকে আগ্রহী হন। ইউটিউব দেখে চাষবাসের পদ্ধতি শেখার চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু তাতে সফল না হলে রাজশাহীতে গিয়ে মাসখানেক থেকে পেয়ারা চাষের কলাকৌশল আয়ত্ত করেন।

আরও পড়ুনঃ সত্যিকারের কৃষক বন্ধু হয়ত ভার্গিস কুরিয়েনই ছিলেন

২০১৮ সালে বাড়ি ফিরে এসে পেয়ারা চাষ শুরু করেন তিনি। বছর ঘুরতেই তাঁর বাগানে ছ’হাজার পেয়ারা গাছ ফল দিতে শুরু করে। বছরে গড়ে প্রতিটি গাছ থেকে দেড় মণ পেয়ারা বিক্রি করে কোটি কোটি টাকা আয় করেন হালিম।

সাক্ষাৎকারে তিনি জানান, পেয়ারা চাষে হালিমের সাফল্য দেখে ওই অঞ্চলের অনেকেই তাঁর কাছে পেয়ারা চাষের ব্যাপারে হাতে–কলমে শিক্ষা নিয়ে লাভবান হয়েছেন।

English Summary: The youth of Bangladesh became crores by cultivating guava
Published on: 28 November 2022, 12:32 IST