এবার AI এর সাহায্যে ছাগলের গর্ভধারণ করা হবে, জেনে নিন কীভাবে কাজ করবে এই প্রযুক্তি শীতকালে মাছ চাষ: জল ব্যবস্থাপনা এবং মাছের সঠিক যত্ন নেওয়া শিখুন! বাগমাল গুর্জরের সাফল্যের গল্প
Updated on: 30 June, 2022 5:07 PM IST

টানটান উত্তেজনা , সাথে নাটকীয় পট পরিবর্তন। মহারাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ঠিক যেন কোন দক্ষিনী সিনেমার গল্পের প্লট। গতকালই পদত্যাগ করেছেন উদ্ধব ঠাকরে। এরপরই খুশির হাওয়া বিজেপি শিবিরে । সুত্রের খবর অনুযায়ী, আজ সন্ধ্যাতেই মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে পারেন একনাথ  শিন্ডে ।

সবকিছু ঠিক থাকলে একনাথ শিন্ডে, যাঁর বিদ্রোহের জেরেই বেশিরভাগ শিবসেনা বিধায়ককে দূরে সরিয়ে নতুন করে সরকার গঠনের প্রস্তুতি চলছে তিনিই হবেন মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী। দেবেন্দ্র ফড়নবিস এবং একনাথ শিন্ডে রাজ্যপাল ভগত সিং কোশিয়ারির সঙ্গে দেখা করবেন এবং বৃহস্পতিবার বিকেল ৩ টেয় নতুন করে সরকার গড়ার দাবি করবেন বলে সূত্রের খবর।

আরও পড়ুনঃ পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য হলেন কৃষ্ণ কল্যাণী, চেয়ারম্যান পদ সময়ের অপেক্ষা

মহারাষ্ট্রের টান টান চিত্রনাট্যে যবনিকা পতন বুধের রাতেই হয়ে গিয়েছিল। সুপ্রিম কোর্ট আস্থা ভোটে সবুজ সংকেত দিতেই ফেসবুক লাইভে এসে আচমকা পদত্যাগ করেন উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray)। লাইভে এসে উদ্ধব বলেন, "আমি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিচ্ছি। আমি ভয় পেয়ে পিছিয়ে যাওয়ার মানুষ নই। কিন্তু, রাস্তাঘাটে শিব সৈনিকদের রক্ত ঝরুক সেটা আমি চাই না। সেই কারণেই আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।"

প্রায় আটদিন ধরে মহারাষ্ট্রে রাজনৈতিক সংকট (maharashtra political crisis) । বৃহস্পতিবারের আস্থা ভোটের আগে মুখ্যমন্ত্রী ইস্তফা দেওয়ার পরেই সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ 'উখাদ দিয়া' (#UkhadDiya) ট্রেন্ডিং হতে দেখা যায়।

আরও পড়ুনঃ তৃতীয়বারের জন্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণ করতে চলেছেন দেবেন্দ্র ফড়ণবীস

এক নজরে পুরো ঘটনা

বুধবার রাত ৯টায় আস্থাভোটের নির্দেশ সুপ্রিম কোর্টের। এর কিছুক্ষণ পরেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফার কথা ঘোষণা করেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। এরপরই মুম্বইয়ের একটি বিলাসবহুল হোটেলে জড়ো হওয়া বিজেপি নেতাদের ভিড়ে শুরু হয়ে যায় মিষ্টি বিলি। উদ্ধবের ইস্তফার ঘোষণার ফলে গত ১০ দিনের ‘রাজনৈতিক নাটকের’ যবনিকা পড়ল মহারাষ্ট্রে। 

English Summary: To everyone's surprise, Shinde will be sworn in as Chief Minister this evening
Published on: 30 June 2022, 04:29 IST