কৃষিজাগরন ডেস্কঃ আন্তর্জাতিক বাজারে কাঁচাতেলের দামের ওপর প্রতিদিন পেট্রোল-ডিজেলের মূল্য নির্ধারণ করা হয়। কাঁচা তেলের দাম সমীক্ষা করে জ্বালানির মূল্য নির্ধারণ করে তেল সংস্থাগুলি। প্রতিদিন সকালে বিভিন্ন শহরের তেলের দাম আপডেট করে ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম ও হিন্দুস্থান পেট্রোলিয়াম। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও, দেশীয় বাজারে পেট্রোল ডিজেলের দামে (Petrol Diesel Price) মিলছে না রেহাই! মঙ্গলবার কত দাম ধার্য হল জ্বালানির? দেখে নিন এক নজরে আজকের পেট্রোল-ডিজেলের দাম।
মঙ্গলবার IOCL পেট্রোল, ডিজেলের নতুন দর জারি করেছে। এদিনও দিল্লি, মুম্বই-সহ চার মহানগরে পেট্রোল ও ডিজেলের দামে কোন বদল করেনি ৷ তবে উত্তরপ্রদেশ ও বিহারে তেলের দামে সামান্য বদল দেখা গিয়েছে ৷
আজ ১৩ সেপ্টেম্বর, ২০২২ দেশের কোন শহরে পেট্রোল-ডিজেলের দাম কত ?
বিহারের রাজধানী পাটনায় আজ পেট্রোল ৩৫ পয়সা সস্তা হয়ে প্রতি লিটার ১০৭ টাকা ২৪পয়সা হয়ে গিয়েছে ৷ ডিজেল ৩২ পয়সা কমে প্রতি লিটারে ৯৪ টাকা ৪ পয়সা হয়েছে ৷ উত্তরপ্রদেশের শহর নয়ডা-তে পেট্রোলের দাম ১১ পয়সা কমে দাম হয়েছে ৮৯ টাকা ৮২ পয়সা ৷ গাজিয়াবাদে পেট্রোলের দাম ৩০ পয়সা কমে নতুন দাম হয়েছে ৮৯ টাকা ৪৫ পয়সা। তবে কলকাতায় পেট্রোলের দামে কোনো পরিবর্তন হয়নি। আজ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৬.০৩ টাকা এবং ডিজেলের দাম লিটার প্রতি ৯২.৭৬ টাকা।
আরও পড়ুনঃ Today Petrol Diesel Price: সস্তা হল পেট্রোল-ডিজেল, কলকাতায় কত টাকায় বিকচ্ছে পেট্রোল ?
প্রতিদিন সকাল ৬ টায় পেট্রোল এবং ডিজেলের নতুন দাম ধার্য করা হয়। প্রশঙ্গত , প্রতিটি রাজ্যের আঞ্চলিক করের উপর নির্ভর করে পেট্রোল-ডিজেলের দাম নির্ধারিত হয়। জ্বালানি (Fuel) তেল থেকে রান্নার গ্যাস। চাল-ডাল থেকে শাকসবজি, মাছ মাংস। মূল্যবৃদ্ধির জ্বালায় জ্বলছে গোটা দেশের মানুষ। বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও, কেন দেশীয় বাজারে পেট্রোল-ডিজেলের দামে কোনও তফাত্ হচ্ছে না ? কেন কমছে না জ্বালানি তেলের দাম?
আরও পড়ুনঃ Petrol Diesel Price: শহরে আজ কত টাকায় বিকোচ্ছে পেট্রোল-ডিজেল ? জানুন
চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের ওপর হামলা করে রাশিয়া। তারপর থেকেই আন্তর্জাতিক বাজারে হু হু করে বাড়তে শুরু করে অপরিশোধিত তেলের দাম। কিন্তু বর্তমানে সেই দাম অনেকটা কমলেও, পেট্রোল-ডিজেলের দামে তার প্রভাব পড়েনি। বাজারে গেলেই পকেটে ছ্যাকা খাচ্ছেন মধ্যবিত্ত বাঙালী । তার মধ্যে আবার জ্বালানির মূল্য বৃদ্ধিতে রীতিমত নাজেহাল অবস্থা মধ্যবিত্তের।
আপনার শহরে পেট্রোল এবং ডিজেলের দাম এসএমএসের মাধ্যমে চেক করতে,ইন্ডিয়ান অয়েল(IOC) গ্রাহকরা RSP<ডিলার কোড> লিখে 9224992249 নম্বরে পাঠাতে পারেন।