এবার AI এর সাহায্যে ছাগলের গর্ভধারণ করা হবে, জেনে নিন কীভাবে কাজ করবে এই প্রযুক্তি শীতকালে মাছ চাষ: জল ব্যবস্থাপনা এবং মাছের সঠিক যত্ন নেওয়া শিখুন! বাগমাল গুর্জরের সাফল্যের গল্প
Updated on: 28 June, 2022 3:07 PM IST

বাংলা আবাস যোজনার নামে টাকা না পেলে দিল্লি যাব। সোমবার বর্ধমানের সভা থেকে হুঙ্কার দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা আবাস যোজনা’ প্রকল্পের নাম বদলের জটিলতা নিয়ে মুখ খুললেন  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্ধমানের নবাবহাটের গোদার মাঠের সভা থেকে কেন্দ্রকে ফের বিঁধলেন তিনি।

‘বাংলা আবাস যোজনা’র নাম থেকে ‘বাংলা’ কেটে ‘প্রধানমন্ত্রী’ বসাতে হবে। না হলে এই প্রকল্পে আর এক টাকাও দেওয়া হবে না রাজ্য সরকারকে। নবান্নকে চিঠি দিয়ে সেকথা আগেই জানায় কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। তা নিয়ে তুঙ্গে বিতর্ক।

আরও পড়ুনঃ ভয়ানক ঘটনা! ট্রাকের ভিতরে উদ্ধার ৪৬টি মৃতদেহ!

এরই মঝে  মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বাংলার বাড়ি, সড়ক যোজনায় টাকা আটকে রাখা হয়েছে। আমি সাংসদদের একটা প্রতিনিধি দল পাঠিয়েছিলাম। দেখি কী করছে। নইলে আমাকেও দিল্লি যেতে হতে পারে সমস্যা সমাধানের জন্য। যে কোনও রাজ্যের নামে বাড়ি থাকবে। গুজরাট, রাজস্থান, উত্তরপ্রদেশের নামে যদি থাকে। বাংলায় থাকলে আপত্তি।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি একটি টুইটে দাবি করেন, প্রধানমন্ত্রী আবাস যোজনাকে (PMAY) বাংলা নিজেদের নামে করে সবরকম রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করে। কেন্দ্র বিষয়টি খতিয়ে দেখতে যেই রাজ্যে প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে, তেমনি সমস্ত জায়গায় রাজ্যের তরফে প্রকল্পের নাম, লোগো বদলে ফেলা হচ্ছে। কেন্দ্রের টাকা পেতেই এই নাম বদলের খেলা বলে মত বিজেপির। অবশেষে এই তরজা নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা।

আরও পড়ুনঃ ধর্মীয় ভাবাবেগে আঘাত, নাকি বিজেপি বিরোধীতাই জুবের কে গ্রেফতার করার আসল কারন,প্রশ্ন বিরোধীদের

কেন্দ্রীয় সরকারের দাবি, ২০১৭ সালে এনিয়ে রাজ্যের কাছে চিঠি দেওয়া হয়েছিল। এরপর গত ১২ মে এনিয়ে ফের চিঠি পাঠায় কেন্দ্র। তবে তারপরেও রাজ্যের তরফে কোনও চিঠি পাঠানো হয়নি বলে সূত্রের খবর। তার জেরেই কেন্দ্রীয় অনুদান বন্ধ করার কথা জানায় কেন্দ্রীয় সরকার। এবার এনিয়ে পালটা হুঙ্কার দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

English Summary: Trinamool leader Mamata Banerjee shouted to go to Delhi if she did not pay
Published on: 28 June 2022, 03:07 IST