এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 7 March, 2023 2:21 PM IST
প্রতীকী ছবি।

কৃষিজাগরন ডেস্কঃ দুডজনেরও বেশি চিনি কল বন্ধ হয়ে গেল দেশে।দেশের সবথেকে বড় চিনি উৎপাদনকারী রাজ্য মহারাষ্ট্র গত ফেব্রুয়ারি মাসে চিনি উৎপাদন বন্ধ করে দিয়েছে।আবহাওয়ার তারতম্যের কারনে গত বছরের তুলানয় দুমাস আগে চিনি উৎপাদন বন্ধ করে দিয়েছে চিনি কলগুলো।      

বিশেষজ্ঞদের ধারনা, সময়ের আগে চিনি উৎপাদন বন্ধ হওয়ার ফলে দেশে ১৩.৮ মিলিয়ন টন চিনি কম উৎপাদন হওয়ার সম্ভবনা রয়েছে।

আরও পড়ুনঃ চলতি মরশুমে তাপমাত্রার কারনে ৩০% কমতে পারে ফলন, আশঙ্কা বিজ্ঞানীদের

ভারতে উৎপাদিত মোট চিনির এক তৃতীয়াংশের বেশি চিনি উৎপাদন করে মহারাষ্ট্র।প্রায় ৯.৫১ মিলিয়ন টন চিনি উৎপাদন করে মহারাষ্ট্র।ইকনমিক টাইমসের রিপোর্ট অনুয়ায়ী,গত মরসুমে মহারাষ্ট্রে ৯.৭৩ মিলিয়ন টন চিনি উৎপাদন হয়েছিল।

সুত্রের খবর,প্রায় দুই ডজন ছাড়া রাজ্যের সমস্ত মিলগুলি মার্চের শেষ নাগাদ কার্যক্রম বন্ধ করে দেবে।সোলাপুর বিভাগে, ১৩টি মিল বন্ধ হয়ে গেছে এবং আরও ২০টি চিনি কল এক পাক্ষিকের মধ্যে বন্ধ হয়ে যাবে বলে সুত্রের দাবী।

আরও পড়ুনঃ আগামী দু’বছর কৃষি পণ্যের উপর কোনও আয়কর নয়ঃ চন্দ্রিমা ভট্টাচার্য

উৎপাদন যে কমতে পারে তার আভাস আগেই দিয়েছিল দেশের চিনি শিল্প মহল। বাস্তবে হচ্ছেও তা-ই।

English Summary: Twelve sugar mills in Maharashtra are shutting down production prematurely
Published on: 07 March 2023, 02:21 IST