আগামী দু’বছর কৃষি পণ্যের উপর কোনও আয়কর নয়ঃ চন্দ্রিমা ভট্টাচার্য

আগামী দুটি অর্থবর্ষের জন্য কৃষকদের কোন রকম আয়কর দিতে হবে না।সোমবার অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিধানসভায় বলেন

KJ Staff
KJ Staff
কৃষকদের কর মকুবের সিদ্ধান্ত রাজ্যের।

কৃষিজাগরন ডেস্কঃ আগামী দুটি অর্থবর্ষের জন্য কৃষকদের কোন রকম আয়কর দিতে হবে না।সোমবার অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিধানসভায় বলেন,আগামী দুটি অর্থবছরের জন্য কোনও কৃষিজাত আয়কর দিতে হবে না কৃষকদের।এছাড়াও রাজ্য সরকার চা পাতার উপর দুই ধরনের সেস প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।

বিধানসভায় অর্থবিল পেশ করে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন,কৃষি আয়কর ছাড়ের মেয়াদ ৩১শে মার্চ শেষ হবে।তিনি আরও বলেন,রাজ্য সরকার করের বকেয়া সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য একটি "বিশদ ও সুবিধাজনক" পরিকল্পনা গ্রহণ করেছে।

আরও পড়ুনঃ গোলাপেও ‘করোনা ভাইরাস’! খুঁজে বের করলেন BCKV-র বিজ্ঞানিরা

১৫ই ফেব্রুয়ারি বাজেট বক্তৃতায়,অর্থমন্ত্রী বলেন, নতুন কর আরোপ না করে, কৃষি পণ্যের উপর আয়কর ছাড় বজায় রাখা হবে।

সুত্রের খবর,পশ্চিমবঙ্গ সরকার সংখ্যালঘু এবং কৃষি সহ বেশ কয়েকটি বিভাগে হাজার হাজার শূন্যপদ পূরণ করার সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুনঃ চলতি মরশুমে তাপমাত্রার কারনে ৩০% কমতে পারে ফলন, আশঙ্কা বিজ্ঞানীদের

প্রসঙ্গত,চলতি মাসেই রাজ্যেই পঞ্চায়েত নির্বাচনের ঘোষণা হতে পারে। এপ্রিল থেকে ধাপে ধাপে শুরু হতে পারে ভোটগ্রহণ পর্ব। তার আগে রাজনৈতিক অঙ্ক মেনেই সরকারের এই ঘোষণা বলে মনে করছে রাজনৈতিক মহল।

Published On: 07 March 2023, 11:56 AM English Summary: No income tax on agricultural products for the next two years: Chandrima Bhattacharya

Like this article?

Hey! I am KJ Staff . Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters