কালো গম স্বাস্থ্যের জন্য উপকারী, জেনে নিন এর বিশেষত্ব হলুদ চাষের উন্নত পদ্ধতিঃ শিখে নিলেই ইনকাম হবে দ্বীগুন নারী মৎস্যজীবীদের ক্ষমতায়ন: সুন্দরবনের কুলতলীতে মহিলা মৎস্যজীবী দিবস
Updated on: 29 April, 2022 5:11 PM IST
বাজার অভিযানে নবান্ন থেকে আসা প্রতিনিধি দল

ঝাড়গ্রাম বাজারে হানা দিল বাজার নিয়ন্ত্রন দলের প্রতিনিধিরা । মুখ্যমন্ত্রীর নির্দেশে নবান্ন  থেকে সাত জনের ঐ প্রতিনিধি দল হানা দিল ঝাড়গ্রাম বাজারে । বৃহস্পতিবার সকালে ঝাড়গ্রাম শহরে গুরুত্বপূর্ণ বাজার জুবলি মার্কেট , কোর্ট রোড চত্বরের বাজার, ফল মার্কেট , সবজি মার্কেট ও মাছ মার্কেটে অভিযান চালায় নবান্ন থেকে আসা ইনফরমেন ব্রাঞ্চ দপ্তরের বিশেষ প্রতিনিধিরা ।

ঝাড়গ্রাম রেল স্টেশন সংলগ্ন সবজি বাজার থেকে অভিযান শুরু করেন তাঁরা । সবজি মার্কেটে আলু, পেঁয়াজ কি দামে বিক্রি হচ্ছে ,কত ধরে পাইকারি বাজার চলছে এইসব খতিয়ে দেখেন তারা । ঝড়গ্রামে প্রচুর পরিমানে সব্জির চাষ হয় কিন্ত তাও বাজারে সব্জির এমন লাগামছাড়া দাম কেন সে বিষয়ে এক সব্জি বিক্রেতাকে প্রশ্ন করা হলে ,উত্তরে ওই সবজি বিক্রেতা বিশেষ প্রতিনিধি দলের সদস্যদের জানান অনেক সব্জি বাইরে থেকে আমদানি করা হয় তাই দাম বেশি ।

আরও পড়ুনঃ কৃষকদের জন্য় সুখবর, এবার থেকে মাসে ৩ হাজার টাকা করে পাবেন ষাটোর্ধ্ব কৃষকরা

ঝাড়গ্রামের অধিকাংশ সবজি পাঁশকুড়ার উপর নির্ভরশীল তাই পাঁশকুড়ার বাজার যে দামে চলে তার উপরে ঝাড়গ্রামের বাজার নির্ভর করে । ঝাড়গ্রাম সবজি বাজারের সেক্রেটারি বিজয় যাদব বলেন, 'বর্তমান সময়ে তেলের দাম বেড়েছে তাই পরিবহন ভাড়া বাড়ায় সবজির দামও বেড়েছে । আমাদের এখানকার স্থানীয় চাষিরা যে দামে এখানে সবজি নিয়ে আসে তার উপরেই নির্ভর করে এখানকার বাজারের দর ।

ভাড়া বাড়াই জিনিসের দাম বেড়েছে '। সবজি বাজারের পর হানা দেয় মাছের বাজারে । মাছের দাম শুনে আধিকারিকরা ব্যবসায়ী কে জিজ্ঞাসা করেন এত দাম কেন ?

মাছ ব্যবসায়ী জানান যে দামে পাইকারি হচ্ছে তার উপরেই আমাদের ব্যবসা । পরিবহন ভাড়া বেড়েছে তাই মাছের দামও বেড়েছে । মাছ বাজার থেকে বেরিয়ে ফলের বাজার ও ভূষিমাল দ্রব্যর বাজারগুলিতে বাজার দর যাচাই করেন বিশেষ প্রতিনিধি দল । অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন ইনফোর্সমেন্ট ব্রাঞ্চ এর ডিএসপি জয়ন্ত মুখার্জি ।

এদিন তিনি বলেন , ' আমরা কাছে অভিযোগ ছিল নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির ফলে সাধারণ মানুষের সমস্যায় পড়ছেন । সেই অভিযোগ পেয়ে আমরা কলকাতা থেকে এসেছি । আমরা ঝাড়গ্রামের ইবি দপ্তরের সঙ্গে যৌথ উদ্যোগে এখানে অভিযান চালাচ্ছি । আমাদের উদ্দেশ্য সুযোগকে কাজে লাগিয়ে অসাধু ব্যবসায়ীরা বাজারের মূল্য বৃদ্ধি করছে তাদের চিহ্নিত করা ।

আরও পড়ুনঃ একটি আমের দাম ২লক্ষ! জানুন রেড ম্য়াংগোর চাহিদা কেন এত বেশী

বিভিন্ন বাজারের সঙ্গে আমরা জিনিসের দাম তুলনা করে দেখছি এবং বাজার কমিটির যারা দায়িত্বে রয়েছে তাদের সঙ্গে কথাবার্তা বলছি । বাজার কমিটিকে জানানো হয়েছে যে বাজারের উপর দামের নিয়ন্ত্রণ রাখতে । তা না হলে আমরা ভবিষ্যতে আবার গোপনে অভিযান চালাবো এবং আইন অনুযায়ী আমরা ব্যবস্থা নেব । আর সারাদিন ধরে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হবে ।

English Summary: Unrestrained market prices, because a special delegation was sent from Navanna to find out
Published on: 29 April 2022, 04:52 IST