'MFOI, VVIF কিষাণ ভারত যাত্রা' গুজরাটের বিভিন্ন গ্রামে পৌঁছে কৃষকদের সম্মানিত করেছে Weather Update: ঝেঁপে নামবে বৃষ্টি! শনিবার থেকেই আবহাওয়ার আমূল পরিবর্তনের পূর্বাভাস হাওয়া অফিসের “ট্র্যাক্টর কে খিলাড়ি” কৃষকদের 51 হাজার টাকা পর্যন্ত পুরস্কার
Updated on: 19 August, 2021 10:49 AM IST
Bengal Govt rebrands Mother Dairy (image credit- Google)

নাম পরিবর্তন হলো সকলের পরিচিত "মাদার ডেয়ারি" সংস্থার | দুগ্ধ এবং দুগ্ধজাত পণ্য উৎপাদনকারী সংস্থা  মাদার ডেয়ারির নাম পাল্টে ‘বাংলা ডেয়ারি (Bengal Dairy) করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন তিনি। বিশ্ব বাংলা ব্র্যান্ডের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই নাম পরিবর্তন করা হয়েছে বলে অনেকের ধারণা |

বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বলেন, ‘‘মাদার ডেয়ারিকে বাংলা ডেয়ারি করব আমরা।’’ তিনি বলেছেন, তারা এর আগেও বহুবার জানিয়েছেন। মাদার ডেয়ারি প্রধানত বাংলার সংস্থা নয়। বাংলার কৃষকবন্ধুদের অক্লান্ত পরিশ্রমে দুধ উৎপাদন হয়ে থাকে । চাষিরা দুধ উৎপাদন করেন। তাহলে বাংলা ডেয়ারি নাম রাখা হবে না কেন? এ প্রসঙ্গে কথা বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী |

এ নিয়ে প্রধান সচিব এবং মুখ্যসচিবের সঙ্গে কথাও বলেছেন তিনি। কিছু দিন সময় লাগবে বলে জানানো হয়েছে । তার পর রাজ্য সরকার বাংলা ডেয়ারি চালাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তাঁর বক্তব্য, ‘‘বাংলা ডেয়ারি বাংলার সঙ্গে সম্পর্কিত। এখন মাদার ডেয়ারি নামেই চলছে। কিন্তু আর তা চলবে না |"

আরও পড়ুন - DF & FW Recruitment 2021: কৃষি বিভাগে বিভিন্ন পদে চুক্তিভিত্তিক নিয়োগ শুরু, দেখুন তথ্য

পরোক্ষভাবে বাংলার কৃষকবন্ধু তথা দুগ্ধ উৎপাদনকারীদের জন্য এটি নিতান্তই সুখবর | এতে রাজ্যের নিজস্বতা বজায় থাকবে বলে জানিয়েছেন অনেকে | এই সংস্থা থেকে অনেক লাভ হচ্ছ বলে জানান চন্দ্রিমা ভট্টাচার্য। তাই আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে তারা নাম পরিবর্তন করেছেন বলে জানান। মাদার ডেয়ারি যেটা তৈরি হয়েছিল ১৯৭৪ সালে, হল একটি পুরোপোরি নিজস্ব সহায়ক একটি কোম্পানি এবং এটি ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড (এনডিডিবি) (NDDB) এর অধীনে রয়েছে। এর শাখাগুলি চারটি মেট্রো শহরে গড়ে উঠেছিল |

শেষ পর্যন্ত এনডিডিবি সরে গিয়েছিল এবং বেশিরভাগ রাজ্য সরকার তাদের নিজস্ব ব্র্যান্ড চালু করেছিল। তবে পশ্চিমবঙ্গ তা করেনি। ১৯৮২ সালের ২১ শে মার্চ তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু (Jyoti Basu) বাংলার গ্রামীণ দুগ্ধ উৎপাদনকারী এবং শহুরে দুধ গ্রাহকদের কাছে মাদার ডেয়ারি কলকাতা তৈরি করেছিলেন। স্বাধীন ভাবে কাজ করার জন্য বাংলার ডেয়ারি লিমিটেড নামে একটি সংস্থা গড়া হয়েছে। খবর অনুযায়ী, মাদার ডেয়ারিকে ওই সংস্থার সঙ্গে মিশিয়ে দেওয়া হবে। ব্যবস্থাপনা নিয়ন্ত্রণেও বড়সড় বদল আনা হচ্ছে।দীর্ঘদিন ধরেই পাওয়া যাচ্ছে না মাদার ডেয়ারির দুধ। ফলে বিপাকে পড়েছেন ক্রেতারা। উত্তর দক্ষিণ শহরতলির বিভিন্ন অঞ্চলে নেই জোগান। প্যাকেজ দুধ তৈরি করতে কাঁচামালের দাম বেড়েছে। এই পরিস্থিতিতে দুধ উৎপাদকদের সহায়ক মূল্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আরও পড়ুন - ACE Harvester - এসিই আল্ট্রা প্লাস কম্বাইন হার্ভেস্টার, কৃষকদের জন্য এক নতুন হার্ভেস্টার

English Summary: WB Govt take over Mother Dairy: The name of "Mother Dairy" is "Bengal Dairy" from now on, the Chief Minister announced
Published on: 18 August 2021, 06:00 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।

এখনই অবদান রাখুন (Contribute Now)