আগামীকাল মঙ্গলবার মাধ্যমিকের ফলপ্রকাশ এবং বৃহস্পতিবার উচ্চমাধ্যমিকের। করোনা আবহে এবছর, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, দুটি পরীক্ষাই বাতিল করা হয়েছিল। পরীক্ষার্থীদের বিগত পরীক্ষার মূল্যায়ণের ভিত্তিতে, ফল প্রকাশ করা হচ্ছে।
মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, ২০ জুলাই, অর্থাত্ মঙ্গলবার সকাল ৯টায়, আনুষ্ঠানিকভাবে মাধ্যমিকের ফলপ্রকাশ হবে। সকাল ১০টা থেকে ফল জানা যাবে ওয়েবসাইটে | এবছর যেহেতু পরীক্ষা হয়নি, তাই পরীক্ষার্থীরদের কাছে অ্যাডমিট কার্ড পৌঁছায়নি | তাই, রোল নম্বর নয়, রেজিস্ট্রেশন নম্বর ও জন্ম তারিখ দিলেই ফল জানতে পারবে পরীক্ষার্থীরা। মঙ্গলবারই, পর্ষদের ৪৯টি ক্যাম্প অফিস থেকে মার্কশিট বিলি করা হবে স্কুলগুলিকে। এদিনই স্কুল থেকে মার্কশিট দেওয়া হবে।তবে, কোভিড পরিস্থিতিতে, পরীক্ষার্থী নয়, অভিভাবকদের হাতে দেওয়া হবে মার্কশিট।
আরও পড়ুন -PMFBY Update: আসামে ৫ লাখ কৃষকদের প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার আওতায় আনা হবে
পর্ষদ জানিয়েছে, সংশ্লিষ্ট পরাক্ষার্থীদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেখিয়ে, অভিভাবকদের মার্কশিট সংগ্রহ করতে হবে। অন্যদিকে, ২২শে জুলাই, অর্থাত্, বৃহস্পতিবার, দুপুর ৩টেয় উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ। বিকেল ৪টে থেকে ওয়েবসাইট মারফত ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। এক্ষেত্রেও রেজিস্ট্রেশন নম্বর দিয়েই ওয়েবসাইটে ফল দেখা যাবে। উচ্চমধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, ফলপ্রকাশের পরদিন, অর্থাত্, আগামী ২৩ জুলাই, স্কুল থেকে মিলবে উচ্চ মাধ্যমিকের মার্কশিট। সেদিনই মার্কশিট সার্টিফিকেটের সঙ্গে অ্যাডমিট কার্ডও দেওয়া হবে। মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ১১ লক্ষেরও বেশি পরীক্ষার্থী। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৯ লক্ষ।
ফলাফল জানার ওয়েবসাইট(Websites):
SMS এর মাধ্যমে মাধ্যমিকের রেজাল্ট জানুন:
এসএমএসেও জানা যাবে মাধ্যমিকের ফল। এক্ষেত্রে মোবাইলে WB10<স্পেস> রোল নম্বর লিখে 56070, 54242 , 5676750 , 58888 কিংবা 56263 নম্বরে পাঠিয়ে দিতে হবে।
কীভাবে মাধ্যমিক পরীক্ষা রেজাল্ট দেখবেন:
প্রথমে লগ ইন করুন অফিসিয়াল https://wbresults.nic.in/
এরপর WB Board Results 2021 এই ওয়েব পেজের লিঙ্কে ক্লিক করে যান
একটি নতুন পেজ খুলবে।
এখানে আপনার রোল নম্বর, জন্মতারিখ এবং অন্যান্য তথ্য দিতে হবে |
এরপরেই দেখা যাবে রেজাল্ট |
আরও পড়ুন -Space Rice: চাঁদকে প্রদক্ষিণ করা ধান বীজ “স্পেস রাইস” চাষ চিনের