কৃষক ঐতিহ্যবাহী চাষ ছেড়ে ফুল চাষ শুরু করেছেন, বার্ষিক ১৮ লক্ষ টাকা আয় করছেন এই ৪টি কৌশল ব্যবহার করে মাছ চাষ করুন, উৎপাদন এবং লাভ দ্রুত বৃদ্ধি পাবে! অর্থকারী পানিফলের চাষ পদ্ধতি শিখে নিলে আয় হবে দ্বিগুন
Updated on: 28 August, 2020 4:01 AM IST
WBPSC

লকডাউনের মধ্যেই রাজ্যে চাকরির বিজ্ঞপ্তি। মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করে জানিয়েছিলেন যে, রাজ্যে প্রচুর কর্মসংস্থান হতে চলেছে। এবার চাকরির বিজ্ঞপ্তি দিয়েছে পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশন। সম্প্রতি একটি সমীক্ষা থেকে জানা গেছে, দেশের অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে বেকারত্বের হার অনেকটাই কমেছে।

এখানে আবেদনের জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা (The educational qualifications of the candidates to apply here) -

১) প্রার্থীর যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বা সমতুল্য ডিগ্রি থাকতে হবে।

২) বাংলা ভাষা জানা আবশ্যিক।

বয়স সীমা -

আবেদনকারী প্রার্থীর বয়স জেনারেল কাস্টের ক্ষেত্রে ২০২০ সালের ১ লা জানুয়ারি অনুযায়ী ৩৬।  সংরক্ষিত প্রার্থীদের জন্য বয়সের সীমা কিছুটা বেশী। তফসিলি জাতি ও উপজাতি শ্রেণিভুক্ত প্রার্থীরা অতিরিক্ত পাঁচ বছরের ছাড় পাবেন এবং ওবিসি প্রার্থীরা ৩৯ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। বিশেষ প্রার্থী অর্থাৎ শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে যাদের, সেই সকল প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের বয়স সীমা ৪৫ বছর।

আবেদনের সময়সীমা -

১) অনলাইনে আবেদনের শেষ তারিখ - ৩১ শে আগস্ট, ২০২০।

২) অনলাইনে ফি জমা দেওয়ার শেষ তারিখ - ৩১ শে আগস্ট।

৩) অফলাইনে ফি জমা দেওয়ার জন্য চালান জেনারেটের শেষ তারিখ - ৩১ শে আগস্ট।

কীভাবে আবেদন করবেন (How to apply) -

রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ wbpsc.gov.in – এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন জানাতে হবে।

আবেদন ফি বাবদ ধার্য মূল্য (Application fee)-

  • যে সকল প্রার্থী অনলাইনে ফি জমা দেবে তাদের ক্ষেত্রে এক শতাংশ সার্ভিস চার্জ ধার্য করা হবে।
  • ব্যাঙ্কে টাকা জমা দেওয়ার ক্ষেত্রে ২০ টাকা সার্ভিস চার্জ দিতে হবে।
  • তফসিলি জাতি ও উপজাতি শ্রেণিভুক্ত এবং বিশেষ প্রার্থীদের ক্ষেত্রে কোন আবেদন ফি ধার্য নেই।

মাসিক বেতন (Monthly salary) -                    

  • পদ অনুযায়ী এবং যোগ্যতার উপর নির্ভর করে মাসিক বেতন ৫৬,১০০ টাকা থেকে ১,৪০,৩০০ টাকা।
  • পদসংখ্যা সঠিকভাবে উল্লেখ না করে পরে জানানো হবে বলে ঘোষণা করা হয়েছে। প্রাথমিকভাবে অস্থায়ী পদে নিয়োগ করা হবে। পূর্ত বিভাগ, জলসেচ, জনস্বাস্থ্য কারিগরি দফতর এবং পঞ্চায়েত দফতরে এই নিয়োগ প্রক্রিয়া চলবে।

Image source - Google

Related link - (Job vacancy) ১৫৮০০ পদে নিয়োগ- চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পোস্টঅফিস-এর

(PM Jan Dhan Yojana) প্রধানমন্ত্রী- জন ধন যোজনা: এখন পাবেন ৫০০ টাকার মাসিক কিস্তির সুবিধা আপনার সাধারণ ব্যাংক অ্যাকাউন্টেও

English Summary: West Bengal Public Service Commission Job Notification, 2020, Apply in this process
Published on: 28 August 2020, 04:01 IST