রোজ বদলাচ্ছে আকাশের মেজাজ: দক্ষিণ ও উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট (Weather Update of Bengal) সরাসরি বাজারে নয়, FPO-র মাধ্যমে বেশি দাম পেতে কী করবেন? পশ্চিমবঙ্গের ছোট শিল্প: হ্যান্ডলুম থেকে টেরাকোটা
Updated on: 28 October, 2022 6:02 PM IST
প্রতীকী ছবি ।

কৃষিজাগরন ডেস্কঃ গত তিনমাস ধরে দেশে পেট্রল ও ডিজেলের দাম অপরিবর্তিত রয়েছে। বিশ্ব বাজারে দাম কমেছে অপরিশোধিত তেলের।আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমে ৯০ ডলারে পৌঁছেছে। গত সাত মাসে সর্বনিম্ন স্তরে পৌঁছেছে সেই দাম। কিন্তু তার ফলে ভরতে পেট্রল ও ডিজেলের খুচরো বিক্রয়মূল্যে কোনও পরিবর্তন হয়নি।

আন্তর্জাতিক বাজারে কাঁচাতেলের দামের ওপর প্রতিদিন পেট্রোল-ডিজেলের মূল্য নির্ধারণ করা হয়। কাঁচা তেলের দাম সমীক্ষা করে জ্বালানির মূল্য নির্ধারণ করে তেল সংস্থাগুলি। বিশ্ব বাজারে দাম কমেছে অপরিশোধিত তেলের। গত সাত মাসে সর্বনিম্ন স্তরে পৌঁছেছে সেই দাম। কিন্তু তার ফলে ভরতে পেট্রল ও ডিজেলের খুচরো বিক্রয়মূল্যে কোনও পরিবর্তন হয়নি। কারণ যে সময় বিশ্বে তেলের দাম বৃদ্ধি পাচ্ছিল সেই সময় রাষ্ট্রায়ত্ত খুচরো জ্বালানি সংস্থাগুলি পেট্রল ও ডিজেলে দাম বাড়ায়নি। তাই এখন বিশ্ব বাজারে দাম কমলেও দেশীয় বাজারে জ্বালানির দাম না কমিয়ে গত পাঁচ মাসের ক্ষতি পুষিয়ে নিচ্ছে সংস্থাগুলি। গত ফেব্রুয়ারি মাসের পর এই প্রথম গত সপ্তাহে আন্তর্জাতিক বাজারে এক ব্যারেল অপরিশোধিত তেলের দাম ৯০ ডলারের নিচে নেমেছে। গত ছয় মাসে অপরিশোধিত তেলের এটাই সর্বনিম্ন দাম।

বৃহস্পতিবার, IOCL পেট্রোল, ডিজেলের নতুন দর জারি করেছে। এদিনও দিল্লি, মুম্বই-সহ চার মহানগরে পেট্রোল ও ডিজেলের দামে কোন বদল করেনি ৷ তবে উত্তরপ্রদেশ ও বিহারে তেলের দামে সামান্য বদল দেখা গিয়েছে ৷

আজ দেশের কোন শহরে পেট্রোল-ডিজেলের দাম কত ?

বিহারের রাজধানী পাটনায় আজ পেট্রোলের দাম ৫৬ পয়সা বেড়ে প্রতি লিটার ১০৭ টাকা ৮০পয়সা হয়ে গিয়েছে ৷ ডিজেল ৫৩ পয়সা বেড়ে নতুন দাম হয়েছে  ৯৪ টাকা ৫৬ পয়সা ৷ এছাড়া আজ কলকাতা সহ দিল্লি ,মুম্বাই এবং চেন্নাইয়ে আজ পেট্রোল ডিজেলের দামে কোনো পরিবর্তন হয়নি।

 

শহর

পেট্রোলের দাম

পেট্রোলের দামে পরিবর্তন

ডিজেলের দাম

ডিজেলের দামে পরিবর্তন

কোলকাতা

১০৬.৩

 

কোনো পরিবর্তন হয়নি

৯২.৭৬

 

কোনো পরিবর্তন হয়নি

গুয়াহাটি

৯৭.২

 

৬পয়সা কমেছে

৮৪.৯৪

৬পয়সা কমেছে

পাটনা

১০৭.২৪

 

৫৬পয়সা কমেছে

৯৪.০৪

৫৬পয়সা কমেছে

বেঙ্গালুরু

১০১.৯৪

 

কোনো পরিবর্তন হয়নি

৮৭.৮৯

কোনো পরিবর্তন হয়নি

মুম্বই

১০৬.৩১

 

কোনো পরিবর্তন হয়নি

৯৪.২৭

 

কোনো পরিবর্তন হয়নি

দিল্লী

৯৬.৭২

 

কোনো পরিবর্তন হয়নি

৮৯.৬২

কোনো পরিবর্তন হয়নি

রাঁচি

৯৯.৮৪

 

কোনো পরিবর্তন হয়নি

৯৪.৬৫

 

কোনো পরিবর্তন হয়নি

মাইসুরু

১০১.৫০

 

কোনো পরিবর্তন হয়নি

৮৭.৪৯

 

কোনো পরিবর্তন হয়নি

নাগপুর

১০৬.১৮

 

১৪ পয়সা বৃদ্ধি

৯২.৭২

 

১৩ পয়সা বৃদ্ধি

নাসিক

১০৬.৭৭

 

১পয়সা বৃদ্ধি

৯৩.২৭

 

১পয়সা বৃদ্ধি

নয়ডা

৯৬.৬৫

 

কোনো পরিবর্তন হয়নি

৮৯.৮২

 

কোনো পরিবর্তন হয়নি

পুণে

১০৬.১

 

৩পয়সা বেড়েছে

৯২.৫৩

 

৩পয়সা বেড়েছে

রায়পুর

১০২.৪৫

 

৮পয়সা কমেছে

৯৫.৪৪

 

৭পয়সা কমেছে

রাজকোট

৯৬.১৯

 

৮পয়সা কমেছে

৯১.৯৫

 

৮পয়সা কমেছে

লখনউ

৯৬.৫৭

 

কোনো পরিবর্তন হয়নি

৮৯.৭৬

 

কোনো পরিবর্তন হয়নি

সালেম

১০৩.২৯

 

৪৮ পয়সা কমেছে

৯৪.৯১

 

৪৭ পয়সা কমেছে

সিমলা

৯৭.১২

 

১৯ পয়সা কমেছে

৮৩.১৯

 

৩পয়সা বেড়েছে

শ্রীনগর

১০১.২২

 

কোনো পরিবর্তন হয়নি

৮৬.৫১

 

কোনো পরিবর্তন হয়নি

সুরাট

১০৫.৯৭

 

২৯ পয়সা বৃদ্ধি

৯২.৩৫

 

২৯ পয়সা বৃদ্ধি

থানে

১০৫.৯৭

 

৯ পয়সা বৃদ্ধি

৯২.৪৭

 

৯ পয়সা বৃদ্ধি

তিরুঅনন্তপুরম

১০৭.৪৪

 

৫৬ পয়সা কমেছে

৯৬.২৬

 

৫৩ পয়সা কমেছে

বদোদরা

৯৬.০৮

 

কোনো পরিবর্তন হয়নি

৯১.৮২

 

কোনো পরিবর্তন হয়নি

বারাণসী

৯৬.৮৯

 

৬০ পয়সা কমেছে

৯০.০৮

 

৫৮ পয়সা কমেছে

বিশাখাপত্তনম

১১০.৬৪

 

১৩ পয়সা বৃদ্ধি

৯৮.৪২

 

১২ পয়সা বৃদ্ধি

গাজিয়াবাদ

৯৬.৫৮

 

কোনো পরিবর্তন হয়নি

৮৯.৭২

 

কোনো পরিবর্তন হয়নি

আহমেদাবাদ

৯৬.৪২

 

৭ পয়সা কমেছে

৯২.১৭

 

৬ পয়সা কমেছে

এলাহাবাদ

৯৭.৪৬

 

৮০ পয়সা বৃদ্ধি

৯০.৬৪

 

৭৮ পয়সা বৃদ্ধি

ভূবণেশ্বর

১০৩.১১

 

কোনো পরিবর্তন হয়নি

৯৪.৬৮

 

কোনো পরিবর্তন হয়নি

চণ্ডীগড়

৯৬.২০

 

কোনো পরিবর্তন হয়নি

৮৪.২৬

 

কোনো পরিবর্তন হয়নি

চেন্নাই

১০২.৭৩

 

১০ পয়সা বৃদ্ধি

৯৪.৩৩

 

৯ পয়সা বৃদ্ধি

কোয়েম্বাতুর

১০৩.১২

 

১ পয়সা কমেছে

৯৪.৭৪

 

কোনো পরিবর্তন হয়নি

দেরাদুন

৯৫.২৯

 

৩৪ পয়সা বৃদ্ধি

৯০.৩৩

 

৩৪ পয়সা বৃদ্ধি

এরোডে

১০৩.২২

 

১৪ পয়সা কমেছে

৯৪.৮৪

 

১৪ পয়সা কমেছে

ফরিদাবাদ

৯৭.৪৯

 

কোনো পরিবর্তন হয়নি

৯০.৩৫

 

কোনো পরিবর্তন হয়নি

মাদুরাই

১০৩.৩৬

 

১৭ পয়সা বৃদ্ধি

৯৪.৯৯

 

১৬ পয়সা বৃদ্ধি

গুরুগ্রাম

৯৬.৭১

 

১২ পয়সা কমেছে

৮৯.৫৯

 

১২ পয়সা কমেছে

হায়দরাবাদ

১০৯.৬৬

 

কোনো পরিবর্তন হয়নি

৯৭.৮২

 

কোনো পরিবর্তন হয়নি

জয়পুর

১০৮.৫৭

১৩ পয়সা বৃদ্ধি

৯৩.৮০

 

১২ পয়সা বৃদ্ধি

জম্মু

৯৭.৫০

 

কোনো পরিবর্তন হয়নি

৮৩.২৬

 

কোনো পরিবর্তন হয়নি

কানপুর

৯৬.২৭

 

৬ পয়সা কমেছে

৮৯.৪৫

 

৭ পয়সা কমেছে

কোলাপুর

১০৬.৪৭

 

৩৭ পয়সা বৃদ্ধি

৯৩.০১

 

৩৬ পয়সা বৃদ্ধি

আগ্রা

৯৬.৬৩

 

২৮ পয়সা বৃদ্ধি

৮৯.৮০

 

২৮ পয়সা বৃদ্ধি

লুধিয়ানা

৯৬.৫৪

 

৫ পয়সা বৃদ্ধি

৮৬.৮৯

 

৫ পয়সা বৃদ্ধি

 

আরও পড়ুনঃ Today Petrol Diesel Price: সাত মাস পর আজ সর্বনিম্ন পেট্রোল-ডিজেলের দাম, কত হল ?

প্রতিদিন সকাল ৬ টায় পেট্রোল এবং ডিজেলের নতুন দাম ধার্য করা হয়। প্রশঙ্গত , প্রতিটি রাজ্যের আঞ্চলিক করের উপর নির্ভর করে পেট্রোল-ডিজেলের দাম নির্ধারিত হয়। জ্বালানি (Fuel) তেল থেকে রান্নার গ্যাস। চাল-ডাল থেকে শাকসবজি, মাছ মাংস। মূল্যবৃদ্ধির জ্বালায় জ্বলছে গোটা দেশের মানুষ। বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও, কেন দেশীয় বাজারে পেট্রোল-ডিজেলের দামে কোনও তফাত্‍ হচ্ছে না ? কেন কমছে না জ্বালানি তেলের দাম?

আরও পড়ুনঃ Gold Price Today : পুজোর আগে রের্কড পতন সোনার দামে, আজ কত যাচ্ছে সোনার দাম ?

চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের ওপর হামলা করে রাশিয়া। তারপর থেকেই আন্তর্জাতিক বাজারে হু হু করে বাড়তে শুরু করে অপরিশোধিত তেলের দাম। কিন্তু বর্তমানে সেই দাম অনেকটা কমলেও, পেট্রোল-ডিজেলের দামে তার প্রভাব পড়েনি। বাজারে গেলেই পকেটে ছ্যাকা খাচ্ছেন মধ্যবিত্ত বাঙালী । তার মধ্যে আবার জ্বালানির মূল্য বৃদ্ধিতে রীতিমত নাজেহাল অবস্থা মধ্যবিত্তের।

আপনার শহরে পেট্রোল এবং ডিজেলের দাম এসএমএসের মাধ্যমে চেক করতে,ইন্ডিয়ান অয়েল(IOC) গ্রাহকরা RSP<ডিলার কোড>  লিখে 9224992249 নম্বরে পাঠাতে পারেন।

English Summary: What is the price of petrol diesel in any city of the country today?
Published on: 28 October 2022, 01:55 IST