Gold Price Today : পুজোর আগে রের্কড পতন সোনার দামে, আজ কত যাচ্ছে সোনার দাম ?

পূজোর আগে সুখবর।এক ধাক্কায় অনেকটা দাম কমল সোনার। পূজোর আগে নিঃসন্দেহে বাঙালীর কাছে এটি একটি স্বস্তির খবর।

Saikat Majumder
Saikat Majumder
প্রতীকী ছবি।

কৃষিজাগরন ডেস্কঃ পূজোর আগে সুখবর।এক ধাক্কায় অনেকটা দাম কমল সোনার। পূজোর আগে নিঃসন্দেহে বাঙালীর কাছে এটি একটি স্বস্তির খবর। বুধবার ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমেছে ৩৩০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম কমেছে ৩৬০ টাকা।

আরও পড়ুনঃ আজ কত যাচ্ছে সোনার দাম ? দেখুন এক নজরে

এর আগে জামাইষষ্ঠীতে কিছুটা কমেছিল সোনার দাম। কয়েকদিন ধরেই সোনার দাম ওঠানামা করছে। অর্থনৈতিক সংকটের দিনে সোনাকে নিরাপদ সম্পদ হিসেবে বিবেচনা করা হয়।তাই সোনার দাম কমাতে স্বস্তি ফিরেছে মধ্যবিত্ত বাঙালীর মধ্যে । সোনার দাম প্রতিদিন ওঠানামা করতে থাকে তাই সোনা কেনার আগে বা সোনায় বিনিয়োগ করার আগে আজকে সোনার দাম কত (Gold Price Today) তা জেনে রাখা দরকার।

আজ কলকাতায় ২২ ক্যারেট সোনার দাম কত ?

২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৪,৬৪০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৩৭,১১২ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৪৬,৪০০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৪,৬৪,০০০ টাকা

আজ কলকাতায় ২৪ ক্যারেট সোনার দাম কত ?

২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,০৬২ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪০,৪৯৬ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫০,৬২০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,০৬,২০০ টাকা

আরও পড়ুনঃ Today Petrol Diesel Price: সাত মাস পর আজ সর্বনিম্ন পেট্রোল-ডিজেলের দাম, কত হল ?

আজ দিল্লিতে ২২ ক্যারেট সোনার দাম কত ?

২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৪,৬৫৫

২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৩৭,২৪০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৪৬,৫৫০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৪,৬৫,৫০০ টাকা

প্রশঙ্গত, কমেছে টাইটান কোম্পানির শেয়ারের। এদিন এই কোম্পানির শেয়ারের দাম কমে হয়েছে ২,৬৯৭.৮৫ টাকা। এদিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দামও কমে হয়েছে ৮২.২৫ টাকা। তবে এদিন দাম বেড়েছে পিসি জুয়েলারের শেয়ারের। এই সংস্থার শেয়ারের দাম বেড়ে হয়েছে ৭২.০৫ টাকা।

সোনার দাম আজ কমছে তো কালই বাড়ছে হুড়মুড়িয়ে। আর সোনার দাম বাড়লেই পকেটে টান পড়ছে মধ্যবিত্তের।সোনার গহনার পাশাপাশি রূপোর ট্রেন্ডি কালেশকনও জায়গা করে নিয়েছে ক্রেতাদের মনে। সোনা কেনার আগ্রহ বছরভর থাকে মানুষের মধ্যে। তবে পুজোর মরশুমের আগে যে হারে সোনার দাম বাড়ছে তাতে নাভিশ্বাস অবস্থা সাধারণ মানুষের।

Published On: 14 September 2022, 12:52 PM English Summary: Gold Price Today: Recorded fall in the price of gold before Puja, how much is the price of gold going today?

Like this article?

Hey! I am Saikat Majumder. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters