Weather Update: ঝেঁপে নামবে বৃষ্টি! শনিবার থেকেই আবহাওয়ার আমূল পরিবর্তনের পূর্বাভাস হাওয়া অফিসের “ট্র্যাক্টর কে খিলাড়ি” কৃষকদের 51 হাজার টাকা পর্যন্ত পুরস্কার “মিলিওনেয়ার ফার্মার অফ ইন্ডিয়া অ্যাওয়ার্ডস 2024” এবার জুরির সভাপতিত্বে নীতি আয়োগের সদস্য অধ্যাপক রমেশ চাঁদ
Updated on: 17 April, 2023 5:41 PM IST
বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল মাছ! ৪০ বছর বাঁচে সাগরের এই রানী

বিশ্বের বহু মাছ এখন বিলুপ্তির পথে। সেগুলি সংরক্ষণের জন্য নেওয়া হয়েছে বহু ব্যবস্থাও। আজ আমরা বলব বিশ্বের সবচেয়ে দামি মাছের কাহিনি। জানেন এই মাছ বিক্রি হয় হাজার লাখ নয় কোটি কোটি টাকায়। এই মাছকে বলা হয় মাছের রানী। একটি মাছ বেঁচে থাকতে পারে প্রায় ৪০ বছর।

ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের সবচেয়ে দামি মাছের নাম টুনা ফিশ। এই মাছটি জাপানে পাওয়া যায়। এই মাছের ওজন প্রায় ২০০ কেজি। চলতি বছরের জানুয়ারি মাসে জাপানের রাজধানী টোকিওতে ২১২ কেজি ওজনের একটি টুনা মাছ পাওয়া যায়। নিলামে এই মাছের দর ওঠে ৭৩ হাজার মার্কিন ডলার অর্থাৎ ভারতীয় টাকায় ২ কোটি ২৩ লাখ ৪২ হাজার টাকা।

আরও পড়ুনঃ  Weather Big Update: অবশেষে সবুজ সংকেত! বৃষ্টির পূর্বাভাস বঙ্গের এই ৫ জেলায়

তিমির মতো এই মাছটি পৃথিবীর অন্যতম বড় মাছ। জাপানি টুনা আর্কটিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরে পাওয়া যায়।এই মাছটি ব্লুফিন টুনা নামেও পরিচিত। সাধারণত এই মাছ গভীর সমুদ্রে সাঁতার কাটে এবং মাঝে মাঝে উপরে উঠে আসে। অন্যান্য অঞ্চলে পাওয়া টুনাকে ইয়েলোফিন টুনা বলা হয়। যার ওজন প্রায় ৭০ কেজি।

আরও পড়ুনঃ  PM KISAN: নয়া নির্দেশিকা! এই কৃষকরা ১৪ তম কিস্তির টাকা পাবেনা

স্বাদ এবং ভরপুর পুষ্টিগুণ সম্পন্ন হয় এই মাছ। এতে ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন বি6, ভিটামিন বি12, প্রোটিন, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, সেলেনিয়াম, ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়ামের মতো পুষ্টি উপাদান রয়েছে। এই মাছের ব্যাপক চাহিদা রয়েছে কিন্তু এটি বিরল। তাই এই মাছ বিক্রি হয় চড়া দামে।

English Summary: The most expensive fish in the world! This queen of the sea lives for 40 years
Published on: 17 April 2023, 05:41 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।

এখনই অবদান রাখুন (Contribute Now)