Weather Update: ঝেঁপে নামবে বৃষ্টি! শনিবার থেকেই আবহাওয়ার আমূল পরিবর্তনের পূর্বাভাস হাওয়া অফিসের “ট্র্যাক্টর কে খিলাড়ি” কৃষকদের 51 হাজার টাকা পর্যন্ত পুরস্কার “মিলিওনেয়ার ফার্মার অফ ইন্ডিয়া অ্যাওয়ার্ডস 2024” এবার জুরির সভাপতিত্বে নীতি আয়োগের সদস্য অধ্যাপক রমেশ চাঁদ
Updated on: 25 April, 2023 5:25 PM IST
দাম সস্তা! এসির মতই চিল ঠাণ্ডা করবে ঘর, এটি কিনলেই সমস্যার সমাধান / ছবি- পিক্সেল

কথায় আছে বাঘ দু পা পিছিয়ে গেলে আরও শক্তিশালী হয়ে হামলা করে। একই রকম এখন গরম থেকে একটু স্বস্তি পাওয়া গেলেও বৃষ্টির প্রভাব কমলেই আবার নিজের রূপ দেখাবে গ্রীষ্ম। আবহাওয়া সুত্রে খবর আপাতত ঠাণ্ডা থাকবে আবহাওয়া। কিন্তু তারপরেই আবার ফিরবে গরমের দাবদাহ।

এই গরমের দাবদাহ থেকে বাঁচার জন্য অন্যতম অস্ত্র এসি বা কুলার। ইতিমধ্যেই বাজারে বাড়ছে কুলারের চাহিদা। কিন্তু সকলের চাহিদা সস্তায় কিছুর ব্যবস্থা করা। বাজারে এমনই এক কুলার এসেছে। যা সস্তা এবং পুষ্টিকর। ৫০ ডিগ্রি তাপমাত্রাতেও এই কুলার ঠাণ্ডা করতে পারে। কথা হচ্ছে Voltas Mega 70 Desert Air Cooler। এটি টাটার কোম্পানি তাই চোখ বন্ধ করে ভরসা করায় যায়।

আরও পড়ুনঃ  লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিরাট আপডেট! সুবিধা মিলবে আরও বেশি মহিলাদের

Voltas Mega 70 Desert Air Cooler এ রয়েছে সমস্ত আধুনিক ফিচার। এতে ৭০ লিটার জল ধারনের ক্ষমতা থাকে। পাশাপাশি এই কুলারের তিন দিকেই প্যাড দেওয়া রয়েছে। যা ঠাণ্ডা করতে বেশি সহায়তা করে। এই কুলারের এয়ার থ্রো ৪০০০ কিউবিক। এতে সুইং কন্ট্রোল রয়েছে। এছাড়াও ট্যাঙ্ক অ্যালার্মও রয়েছে। যার দ্বারা খুব সহজেই বোঝা যায় জল শেষ হয়ে গিয়েছে।

আরও পড়ুনঃ  অত্যাধিক হাই তোলেন? শরীরে বাসা বেঁধেছে এই রোগ

এই কুলার বর্তমানে আমাজনে পাওয়া যাচ্ছে। এর দাম ১২,৭০০ টাকা। এছাড়াও কোম্পানির তরফ থেকে কোনও ডেলিভারি চার্জ লাগবেনা। এই কুলার এই কোম্পানির ওয়েবসাইট থেকেও সরাসরি অর্ডার দেওয়া জেতে পারে। এই কুলারে রয়েছে ৫ টি চাকা। এই কুলারের পাওয়ার খরচ ১৭৫Watt।

এছাড়াও তীব্র গরমের হাত থেকে বাঁচতে কিছু ঘরোয়া পদ্ধতি অবলম্বন করতে পারেন। সেক্ষেত্রে জল পান করুন বেশি। বাইরে কাজ ছাড়া বেরনো বন্ধ করুন। এছাড়াও গায়ে দিন হালকা সুতির কাপড়। শরীর ঠাণ্ডা রাখতে ডাবের জল, তরমুজ ইত্যাদি ফল বেশি করে খান।

English Summary: The price is cheap! Chiller will cool the house like AC, buying it will solve the problem
Published on: 25 April 2023, 05:25 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।

এখনই অবদান রাখুন (Contribute Now)