সম্প্রতি মুক্তি পাওয়া ছবি পুষ্প দ্য রাইজ দর্শকদের কাছ থেকে প্রচুর ভালোবাসা পেয়েছে। অ্যাকশন ও গানের পাশাপাশি এই ছবিটিও ভক্তরা বেশ পছন্দ করেছেন। সেই সাথে এই ছবির সুন্দর দৃশ্যগুলো সবার নজর কেড়েছে। দক্ষিণ ভারতের অনেক জায়গায় এর শুটিং হয়েছে। মূল শুটিং হয়েছে অন্ধ্র প্রদেশের ফরেস্ট ভিলেজে। মারেদুমাল্লি নামের এই গ্রামে বনের সুন্দর দৃশ্য রয়েছে এই ছবিতে।
এই গ্রাম থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে একটি খুব সুন্দর জলপ্রপাত রয়েছে।বর্ষায় এর শোভা কয়েকগুন বেড়ে যায়।এই জলপ্রপাতটির নাম অমৃতধারা।একই সঙ্গে এখানকার স্থানীয় বাসিন্দারা এই জলপ্রপাত দেখতে আসা পর্যটকদের মাধ্য়মে নিজেদের জীবন অতীবাহিত করেন।প্রতি বছর অনেক পর্যটক ভীর করেন এই জলপ্রপাত দেখার জন্য়। পুষ্প ছবির শুটিং হওয়ার পর এখন পর্যটকদের সংখ্য়া আরও বাড়বে বলে আশা করছে গ্রামবাসীরা।
রাজমুন্দ্রি মারেদুমাল্লি বাস স্টেশন থেকে ১৩ কিমি দূরে অবস্থিত এই জলপ্রপাতটি । এখানকার সুন্দর দৃশ্যের কারণে এই স্থানটি খুবই বিখ্যাত। পর্যটকদের এখানে আসার কারণ হল এখান থেকে দৃশ্যমান মারেদুমাল্লি উপত্যকার সুন্দর দৃশ্য।
আরও পড়ুনঃট্যাবলো বিতর্কের আবহে নেতাজিকে নিয়ে বড় সিদ্ধান্ত নিয়ে টুইট মোদীর
এখানকার সুন্দর দৃশ্যের কারণে মারেদুমাল্লির উপত্যকাগুলো পর্যটকদের খুব পছন্দের। এখানে খুব সুন্দর জলপ্রপাতের পাশাপাশি দর্শনীয় দৃশ্য রয়েছে। যা ভ্রমণপিপাসুদের খুব পছন্দ হবে। ঘন জঙ্গলের মাঝে নির্মিত জলতরঙ্গিনী জলপ্রপাত দেখতে দূর-দূরান্ত থেকে পর্যটকরা আসেন এই গ্রামে।
প্রকৃতিপ্রেমী পর্যটকদের কাছে মারেদুমল্লির বন স্বর্গের চেয়ে কম কিছু নয়। এখানকার বনাঞ্চলে প্রায় ২৪০ প্রজাতির পাখি রয়েছে। একই সঙ্গে এখানে নির্মিত বাঁধটিও পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
আরও পড়ুনঃ স্মার্টফোন টিপস: স্মার্টফোন ব্যবহারের সময় ভুলেও এই ভুলগুলি করবেন না, না হলে জেল হতে পারে