লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিরাট আপডেট! সুবিধা মিলবে আরও বেশি মহিলাদের

মমতার অন্যতম যুগান্তরকারী প্রকল্প গুলির লক্ষ্মীর ভাণ্ডার(Lakshmir Bhandar) অন্যতম।

Rupali Das
Rupali Das
লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিরাট আপডেট! সুবিধা মিলবে আরও বেশি মহিলাদের / ছবি- Mamata Banerjee oficial facebook acount

মমতার অন্যতম যুগান্তরকারী প্রকল্প গুলির লক্ষ্মীর ভাণ্ডার(Lakshmir Bhandar) অন্যতম। ২০২১ সালে নির্বাচনের প্রচারের সময় এই প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। প্রকল্প চালু করার জন্য বহু প্রচার চালানো হয়। এছাড়াও কথা রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Bandopadhyay)।

সম্প্রতি এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প তৈরি করেছে ইতিহাস। এতদিন চলছিল দুয়ারে সরকার ক্যাম্প। সেই দুয়ারে সরকারে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম সবচেয়ে বেশি জমা পড়েছে। আসলে এতদিন নিয়ম ছিল যে সমস্ত মহিলাদের বয়স ২৫ থেকে ৬০ বছর এবং তাঁর স্বামি সরকারি চাকরি করে না আর অবশ্যই যাদের স্বাস্থ্য সাথী কার্ড আছে শুধুমাত্র তারাই এই প্রকল্পে আবেদন করতে পারবে। কিন্তু এই বারের দুয়ারে সরকার ক্যাম্পে জানানো হয় যে এই বয়সের সকলেই আবেদন করতে পারবেন।

আরও পড়ুনঃ  আজ থেকেই বাড়বে বৃষ্টি! আশঙ্কা দুর্যোগের

ফলে আগের থেকে এই প্রকল্পের অধীনে গ্রাহকদের সংখ্যা বেড়েছে। আগে এই প্রকল্পের অধীনে ১ কোটি ৮৮ লক্ষ মহিলা সুবিধা পেতেন। কিন্তু বর্তমানে নিয়মে হের ফের হওয়ায় এই প্রকল্পের অধীনে ১ কোটি ৯৮ লক্ষ মহিলা রয়েছেন। এইবারের দুয়ারে সরকার ক্যাম্পে আরও ১১ লক্ষ মহিলা আবেদন করেন। তারমধ্যে ১০ লক্ষ মহিলার আবেদন গ্রহন করার প্রক্রিয়াও পূরণ হয়েছে।

আরও পড়ুনঃ  কালো আম! চারা কিনবেন কোথায়? স্বাদ কেমন?

Published On: 25 April 2023, 04:07 PM English Summary: Great update on Lakshmi's collection! More women will benefit

Like this article?

Hey! I am Rupali Das. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters