'MFOI, VVIF কিষাণ ভারত যাত্রা' গুজরাটের বিভিন্ন গ্রামে পৌঁছে কৃষকদের সম্মানিত করেছে Weather Update: ঝেঁপে নামবে বৃষ্টি! শনিবার থেকেই আবহাওয়ার আমূল পরিবর্তনের পূর্বাভাস হাওয়া অফিসের “ট্র্যাক্টর কে খিলাড়ি” কৃষকদের 51 হাজার টাকা পর্যন্ত পুরস্কার
Updated on: 22 June, 2020 12:19 PM IST

এই প্রতিবেদনে এমন এক কৃষকের সম্পর্কে তথ্য তুলে ধরা হবে যিনি একইসঙ্গে কৃষকাজ এবং পশুপালন করে দেখেছেন সাফল্যে মুখ৷ তার এই সাফল্য (Successful Farmer) অন্যদেরও অনুপ্রাণিত করবে৷ উত্তরপ্রদেশের এই কৃষক এমন কী করলেন, কোন পন্থায় তিনি দেখলেন সাফল্যের মুখ চলুন জেনে নেওয়া যাক৷

উত্তরপ্রদেশেরে বঘোলি ব্লকের সিকোহরা গ্রামের বাসিন্দা গোবিন্দ চৌধুরী একইসঙ্গে চাষ এবং পশুপালন (Animal Husbandry) করে নিজের ভাগ্য যেন নিজেই গড়ে নিয়েছেন৷ পেয়েছেন প্রচুর মুনাফা৷ তার এই কাজে অংশীদার হয়েছেন আরও বহু বহু কৃষক৷

২৬ বছর বয়সী গোবিন্দ চৌধুরী ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা করেছেন৷ তাঁর বাবা রাম নরেশ ঔরঙ্গাবাদে একটি টাইলস-এর কোম্পানিতে কাজ করেন৷ গোবিন্দ ৬ বছর আগে বাবার কাছে থেকে ওই টাইলস কোম্পানিতে কাজ করেছিলেন৷ কিন্তু এই কাজে তার মন বসেনি, তাই তিনি সে সব ছেড়ে ফের গ্রামে চলে আসেন৷ 

গোবিন্দ চৌধুরীর আত্মীয় হরিপ্রসাদ চৌধুরী কৃষিকাজের সঙ্গে ওতোপ্রোতোভাবে যুক্ত৷ তাঁর সঙ্গে যুক্ত হয়ে কৃষিকাজ শুরু করেন গোবিন্দ৷ এই কৃষকের মতে, তাঁর একান্নবর্তী পরিবার৷ তাঁর কাছে প্রায় ১৪ বিঘা চাষের জমি রয়েছে৷ তার মধ্যে ৫ বিঘা জমিতে ফুলকপি, বেগুন, টমেটো, মুলো, লাউ প্রভৃতি চাষ করেন৷ জানা যায়, প্রথমে তিনি আড়তে গিয়ে সবজি বিক্রি করতেন, তবে তাতে সবজির উচিত মূল্য তিনি পেতেন না৷ এরপর তিনি দুটি সবজি মান্ডিতে গিয়ে সবজি বিক্রি করেন, যার থেকে তিনি প্রচুর মুনাফা (Profit) অর্জন করেন৷

তবে এখানেই শেষ নয়৷ এর সঙ্গে তিনি পশুপালনও (Animal Husbandry) করতে থাকেন৷ তাঁর কাছে ৫ টি মোষ রয়েছে, যেখানে থেকে প্রায় ২৫ লিটার দুধ আসে৷ এর মধ্যে ১৫ লিটার দুধ তিনি বিক্রি করেন, যেখান থেকে পান প্রায় ৬০০টাকা প্রতিদিন৷ তাঁর সবজির খেত থেকে ফসলের অবশিষ্টাংশ তিনি পশুখাদ্য হিসেবে ব্যবহার করেন৷ এর ফলে একদিকে যেমন পশুদের খাদ্যমান নিয়ে দুশ্চিন্তা কম থাকে, তেমনই খাদ্যের পিছনে অতিরিক্ত ব্যয়ও হয় না৷

প্রথমে তাঁর সঙ্গে ১০ জন কৃষক কাজ করতেন৷ ধীরে ধীরে তা বাড়তে বাড়তে বর্তমানে প্রায় ৭০০-র ঘরে সেই সংখ্যা পৌঁছে গিয়েছে৷ তাঁদের নিজস্ব হোয়াটসঅ্যাপ গ্রুপও রয়েছে, যেখানে তাঁরা চাষবাস সম্পর্কে বিভিন্ন তথ্য আদান-প্রদান করে থাকেন৷ এছাড়া কৃষিবিভাগের আধিকারিকদের সঙ্গে এবং বিভিন্ন বীজ কোম্পানির সঙ্গেও যোগাযোগ রাখেন তাঁরা৷ কৃষি বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ রেখে বিভিন্ন পরামর্শ নিয়ে তা কৃষেকাজে প্রয়োগ করেন, যার ফলে কৃষিক্ষেত্রে প্রচুর লাভ হয়৷

এই কৃষক তার জমি থেকে প্রতি বছর প্রায় ৫ লক্ষ টাকা উপার্জন করেন৷ এছাড়া অন্যান্য কৃষকদের ফসল বিক্রি করেও প্রায় ৫ লক্ষ টাকা উপার্জন করেন৷ বর্তমান কঠিন পরিস্থিতিতে গোবিন্দ চৌধুরীর এই প্রচেষ্টা এবং সাফল্যের কথা অন্যদেরও উৎসাহিত করবে৷

বর্ষা চ্যাটার্জি

আরও পড়ুন- মাছ চাষ (Fisheries) করে প্রায় ১৪ লক্ষ টাকা উপার্জন, কৃষকের সাফল্য অনুপ্রেরণা জোগাবে আপনাকেও

English Summary: From farming and animal husbandry successful farmer earned millions of rupees every year
Published on: 22 June 2020, 12:19 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।

এখনই অবদান রাখুন (Contribute Now)