বর্ষায় ছাগলের যত্ন (Safety of Goat) নিন, রোগের হাত থেকে বাঁচাতে কী করবেন দেখুন

বর্ষায় (Monsoon 2020) যদি ছোট থেকে বড় বিভিন্ন বিষয়ে খেয়াল না রাখা হয় তাতে পশুর প্রাণহানিও হতে পারে৷ তাই পশুপালকদের একটু বেশিই যত্নশীল হতে হবে এই সময়৷

KJ Staff
KJ Staff
বর্ষায় ছাগলের যত্ন

বর্ষার (Monsoon 2020) আগমনে পশুপালকদের (Animal Husbandry) কয়েকটি প্রয়োজনীয় বিষয় মাথায় রাখা উচিত এবং সেই অনুযায়ী কাজ করা উচিত৷ সেগুলি কী কী, এই প্রতিবেদনে তাইই আলোচনা করা হবে৷ বৃষ্টির এই মরশুমে যাদের ছাগল রয়েছে তাদের কয়েকটি পদক্ষেপ গ্রহণ করতে হবে৷ কারণ এই সময়ে ছাগলপালকদের বেশ কয়েকটি সমস্যার সম্মুখীন হতে হয়৷

ছাগলের রোগ (Goat Safety), খাদ্যদ্রব্য, যত্ন এমনই বিভিন্ন বিষয়ে বহু সাবধানতা অবলম্বন করতে হয়৷ চলুন এসব বিষয়ে কিছু আলোকপাত করা যাক৷ বর্ষাকালে (Monsoon 2020) ছাগলের পেটে বিভিন্ন ধরণের সমস্যা প্রায়শই হয়ে থাকে৷ বিশেষ করে ডায়েরিয়ার সমস্যা৷ এতে ছাগল দুর্বল হয়ে পড়ে৷

ছাগলের যত্নের উপায়

বেশিরভাগ সময় খাবার থেকে এই ডায়েরিয়া হয়ে থাকে ছাগলের৷ বৃষ্টিতে চারা বা ঘাসে থাকা কৃমি এর পিছনে অন্যতম একটি কারণ৷ তাই পশুপালকদের এসময় খুব সাবধান থাকলে হবে ছাগলদের খাবার দেওয়ার বিষয়ে৷

প্রায় চারমাস অন্তর পশুপালকেরা (Animal Husbandry) পেটের ওষুখের জন্য ওষুধ দিতে পারেন, তবে নিমপাতার চারাও খাওয়ানো প্রয়োজন৷ ছাগলের বাচ্চা থাকলে তাকেও এসময় বাইরে বের হতে না দিয়ে তাদের খাবার সেখানেই এনে দিতে হবে৷ না হলে এরা সহজেই অসুখের কবলে পড়ে যেতে পারে৷

বর্ষাকালে ছাগলের খাবার এবং পানীয় জলের জন্য পৃথক পাত্রে দিন৷ জল, খাবার পরিষ্কার থাকলে আপনার ছাগলেরও পেটের সমস্যা সহজে হবে না৷ সে নিরাপদ থাকবে৷ মনে রাখবেন পানীয় জল যেন সর্বদা পরিষ্কার এবং টাটকা হয়৷ সপ্তাহে একবার নিমপাতা খেতে দিতে হবে৷ বর্ষাকাল শুরু হওয়ার আগেই ছাগলের টীকা (vaccination in goats) দেওয়ার কাজটি যাতে সম্পন্ন হয়ে যায় তা পশুপালকদের চেষ্টা করতে হবে৷

এর পাশাপাশি নিমোনিয়া যাতে না হয় সেদিকেও নজর দিতে হবে৷ কারণ এই মরশুমে নিমোনিয়া হওয়ার সম্ভাবনা থাকে৷ তাই ছাগলের থাকার স্থানটি পরিষ্কার রাখতে হবে সবসময়৷ যাতে সেখানে জল না জমে যায় তাও দেখতে হবে৷ বর্ষায় (Monsoon 2020) যদি ছোট থেকে বড় বিভিন্ন বিষয়ে খেয়াল না রাখা হয় তাতে পশুর প্রাণহানিও হতে পারে৷ তাই পশুপালকদের একটু বেশিই যত্নশীল হতে হবে এই সময়৷

বর্ষা চ্যাটার্জি

আরও পড়ুন- বাংলার কালো ছাগল পালন করে উপার্জন ১ লক্ষ টাকা

Published On: 19 June 2020, 05:05 PM English Summary: Few important tips to keep your goat safe during monsoon

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters