ভারতীয় কৃষি নেতা এবং কৃষকদের MFOI অ্যাওয়ার্ডস 2024-এ একসঙ্গে দেখা যাবে, এখানে সম্পূর্ণ বিবরণ পড়ুন কৃষি জাগরণ উদ্যোগ: মিলিয়নেয়ার ফার্মার অফ ইন্ডিয়া অ্যাওয়ার্ডস MFOI-2024 : দেশের বিভিন্ন প্রান্ত থেকে কৃষকরা রাজধানী দিল্লির দিকে যাচ্ছেন
Updated on: 22 April, 2023 6:03 PM IST
সক্রিয় ঘূর্ণাবর্ত! ঝেঁপে বৃষ্টি, তিন দিন টানা বৃষ্টিতে তোলপাড় হবে বাংলা / ছবি- পিক্সেল

আবহাওয়ায় বিশাল রদ বদল। বিরাট আপডেট দিল হাওয়া অফিস। এবার হতে চলেছে টানা বৃষ্টি। আবহাওয়া সুত্রে খবর আগামী মঙ্গলবার পর্যন্ত টানা বৃষ্টি হতে পারে বঙ্গে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে বঙ্গের সমস্ত জেলায়।

ব্রজ বিদ্যুৎ সহকারে হবে বৃষ্টি সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া। বৃষ্টি হওয়ার আগের মুহূর্ত পর্যন্ত থাকবে গরম আবহাওয়া। যে সমস্ত এলাকায় বৃষ্টির সম্ভাবনা নেই সেখানে তাপমাত্রা অনেকটাই কমবে।

আরও পড়ুনঃ  ব্যাকটেরিয়া ব্যাবসাঃ প্রতি কেজি ৩০০ টাকা! বঙ্গে আয়ের নতুন দিশা এখন ব্যাকটেরিয়া

একদিকে ঘূর্ণাবর্ত অন্যদিকে নিম্ন চাপ অক্ষরেখা। এই দুইয়ের প্রভাবে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে প্রচুর জলীয়বাষ্প। তার জেরেই গোটা বাংলা জুড়ে বৃষ্টির পরিবেশ সৃষ্টি হয়েছে। আর তার জেরেই টানা তিন দিন ধরে বঙ্গের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে।

আরও পড়ুনঃ  Cockroach Farming: সোনার চেয়েও দামি! আরশোলা পালন একটি লাভজনক চুক্তি

পশ্চিম মেদিনীপুর, বীরভূম,দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান,  মুর্শিদাবাদ, নদিয়া এই জেলাগুলিতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা।

বৃষ্টির সঙ্গে রয়েছে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা। কলকাতা এবং স্থানীয় এলাকাগুলিতে ব্রজপাতেরও সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

তাপপ্রবাহ থাকবে না আগামী সপ্তাহে। উত্তরবঙ্গে তাপমাত্রা একই থাকবে। দক্ষিণবঙ্গে তাপমাত্রা কমবে ২-৩ ডিগ্রি। মূলত আজ থেকেই বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে। রবিবার বৃষ্টির পরিমাণ বাড়বে। সঙ্গে বইবে ঝড়।

English Summary: Active vortex! Heavy rains, three days of continuous rain will cause havoc in Bengal
Published on: 22 April 2023, 06:03 IST