কলকাতা ও আশপাশের এলাকায় ভোরের দিকে দু-এক পশলা বৃষ্টি হয়েছে। আর সকাল থেকে দক্ষিণবঙ্গের (South bengal) অনেকাংশে আকাশ মেঘলা। আবহাওয়া (Weather) দফতর জানিয়েছে দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। অন্যদিকে উত্তরবঙ্গে (North Bengal) ভারী বৃষ্টি চলতে পারে ১ জুলাই পর্যন্ত। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হবে বলে পূর্বাভাসে বলা হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাস বলছে অবশেষে স্বস্তির বৃষ্টিতে ভিজতে চলেছে পশ্চিমের জেলাগুলি। পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ- সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বজ্রপাতের সময় লোকজনকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ১ জুলাই শুক্রবার সকালের মধ্যে আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহকারে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২ জুলাই শনিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকাশ মেঘলা থাকবে। আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।
আরও পড়ুনঃ ভিজবে উত্তর ঘামবে কলকাতা,জেনে নিন আজকের আবহাওয়া
কলকাতাতেও হালকা বৃষ্টির সম্ভবনা রয়েছে আজ। এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯১ শতাংশ।
একদিকে ভারী বৃষ্টির কারনে উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে অন্যদিকে ঠিক তখনই বৃষ্টির আশায় প্রাণ চাতক-প্রায় দক্ষিণবঙ্গ ও রাজ্যের পশ্চিমের জেলাগুলি। আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে উত্তরবঙ্গে। জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার এই তিন জেলায় আগামী ২৪ ঘণ্টায় অতিভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে ।
আরও পড়ুনঃ বৃষ্টির সতর্কতা: আগামীকাল জলবায়ুতে বিশেষ পরিবর্তন! কি বলছে হাওয়া অফিস
আজ দক্ষিণবঙ্গের সব জেলায় উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।