কৃষিজাগরন ডেস্কঃ পৌষের শেষে দাপট দেখাচ্ছে শীত। সপ্তাহের প্রথম দিনও রাজ্যের প্রায় সব জায়গাতেই প্রবল ঠান্ডা থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ক’দিন এমনই হাড়কাঁপানো ঠান্ডা থাকবে বাংলায়। এর আগে গত সপ্তাহের শুক্রবার কলকাতায় পারদ নেমেছিল ১০ ডিগ্রির ঘরে।
শুক্রবার ছিল এ মরশুমের শীতলতম দিন। এর আগে শেষবার ২০১৮ সালে কলকাতায় পারদ নেমেছিল ১০.৫ ডিগ্রি সেলসিয়াসে। গত পাঁচবছরে দ্বিতীয়বার এই নিয়ে পারদ ১০ ডিগ্রির ঘরে প্রবেশ করল। তবে আবহাওয়া দফতর সুত্রে খবর, ১০ ডিগ্রির নীচে পারদ নামার সম্ভাবনা নেই। তবে শীত বজায় থাকবে।
আরও পড়ুনঃ জেলায় জেলায় নামছে পারদ, হাড় কাঁপানো ঠান্ডা থাকবে আরও ২ দিন
তবে গত তিন দিনে তাপমান যন্ত্রের পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল নয় ডিগ্রি সেলসিয়াস। গত সপ্তাহে তাপমাত্রা ৭.৩° সেলসিয়াসে নেমে গিয়েছিল। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এই তীব্র শীত এখনও কয়েক দিন বজায় থাকবে। তবে ঠান্ডায় কালিম্পংকেও পিছনে ফেলে দিয়েছে বর্ধমান।
ইতিমধ্যেই জেলায় জেলায় তাপমাত্রার পারদ পড়তে শুরু করেছে। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম সহ উত্তর বঙ্গের জেলা গুলিতে অনেকটাই কমেছে তাপমাত্রার পারদ। অনেকেই হালকা গরম চাদর বের করতে শুরু করেছেন জেলাগুলিতে। উত্তরবঙ্গে জেলা গুলিতে সকালের দিকে কুয়াশা দেখা দিচ্ছে। পার্বত্য এলাকা গুলিতে তাপমাত্রার পারদ আরও কমবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
আরও পড়ুনঃ বাঁকুড়ায় তাপমাত্রা নামল ৭ ডিগ্রিতে,আর কতদিন চলবে শীতের দাপট?
এই মুহূর্তে আগামী ৪ থেকে ৫ দিন পশ্চিমবঙ্গে উত্তুরে হওয়ার প্রভাব ক্রমশ বাড়বে। শীতের কাঁপুনি ভাব টের পাওয়া যাবে জেলাগুলিতেও । প্রসঙ্গত, শুক্রবার দক্ষিণবঙ্গের মধ্যে সবচেয়ে পারদপতন হয়েছিল পুরুলিয়ায়। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ৬.২ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছিল। উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতেই কুয়াশার দাপট বজায় থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। কনকনে ঠান্ডার মধ্যে কুয়াশার দাপটে জবুথবু উত্তর বঙ্গের মানুষ। তারমধ্যেই পর্যটকরা ভিড় করছেন পাহাড়ে, ডুয়ার্সের জঙ্গলে।