এবার AI এর সাহায্যে ছাগলের গর্ভধারণ করা হবে, জেনে নিন কীভাবে কাজ করবে এই প্রযুক্তি শীতকালে মাছ চাষ: জল ব্যবস্থাপনা এবং মাছের সঠিক যত্ন নেওয়া শিখুন! বাগমাল গুর্জরের সাফল্যের গল্প
Updated on: 29 September, 2022 2:46 PM IST
প্রতীকী ছবি ।

কৃষিজাগরন ডেস্কঃ আবারও হাওয়ায় বদলের ইঙ্গিত দিল হাওয়া অফিস। আবারও একবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কেমন থাকবে রাজ্যের আজকের আবহাওয়া? হাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভবনা রয়েছে। সপ্তাহের শেষে রাজ্যে বাড়বে বৃষ্টির পরিমাণ। উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে।

এক নজরে আজকের আবহাওয়া

আজ সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯২ শতাংশ। গতকাল কলকাতার বেশ কিছু এলাকায় সামান্য বৃষ্টি হয়েছে।

আরও পড়ুনঃ ভারী থেকে মাঝারি বৃষ্টি,কেমন থাকবে আজকে রাজ্যের আবহাওয়া?

শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাসে (Weather Forecast) জানানো হয়েছে, আকাশে বিচ্ছিন্ন মেঘের পরিমাণ বাড়তে পারে। বজ্রবিদ্যুৎ ও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকতে পারে ৭০ শতাংশ। দক্ষিণ দিক থেকে উত্তর দিকে ঘণ্টায় ১৩ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। কাল সকালে হাওড়ায় সূর্যোদয় হবে ৫টা ১৭ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধে ৫টা ৫৯ মিনিটে।

শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা জেলাতে আংশিক মেঘলা আকাশ থাকবে। আজ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন সকালে সাড়ে ১১ টা এবং দুপুর আড়াইটে বৃষ্টি হবে। দক্ষিণ ২৪ পরগনার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়ার্স।এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়ার্স। মূলত গত কয়েকদিন ধরেই একটানা আকাশ মেঘলা রয়েছে। এদিকে গত কয়েকদিন সকাল থেকেই তাপ অনুভূত হচ্ছে। মেঘলা আকাশের দরুণ রোদের তাপ আরও বেশি জ্বালা ধরাচ্ছে। মাটির লীনতাপ সন্ধ্যায় পুরোপুরি বের হচ্ছে না। যার জেরে মধ্য রাতেও অস্বস্তি তাড়া করে বেড়াচ্ছে বঙ্গবাসীকে।

আরও পড়ুনঃ  এখনই কমার সম্ভবনা নেই বৃষ্টির,তবে কি বৃষ্টির ঘাটতি মিটে যাবে এই মরসুমে ?

এদিকে, চলতি মরশুমে শুরু থেকে অত্যাধিক বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। অন্যদিকে, দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টি হয়নি। ফের একবার উত্তরবঙ্গের জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার অতি ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে কালিম্পংয়ে। এছাড়াও জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে হতে পারে ভারী বৃষ্টি। আবার শনিবার দার্জিলিং, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। শনিবার উত্তরবঙ্গজুড়েই রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এরপর রবি এবং সোমবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস।

English Summary: At the end of the week, there is a possibility of scattered rain in the state, how will the weather be today?
Published on: 26 August 2022, 12:04 IST