এবার AI এর সাহায্যে ছাগলের গর্ভধারণ করা হবে, জেনে নিন কীভাবে কাজ করবে এই প্রযুক্তি শীতকালে মাছ চাষ: জল ব্যবস্থাপনা এবং মাছের সঠিক যত্ন নেওয়া শিখুন! বাগমাল গুর্জরের সাফল্যের গল্প
Updated on: 5 July, 2022 10:30 AM IST

আজ মঙ্গলবার, পূর্ব মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪-৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রয়েছে। চলতি সপ্তাহেই দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে আবহাওয়ার (Weather Forecast) উল্লেখযোগ্য পরিবর্তন হতে চলেছে। আজ বিকেলের পর ন্যূনতম ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা বাড়তে চলেছে দক্ষিণবঙ্গে।

বৃষ্টির দেখা নেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বর্ষাকালে কাঠফাটা রোদে অস্বস্তিকর গরম কলকাতায়। আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির কোনও চিহ্ন নেই। দিনভর চড়া রোদের মাঝে প্রশ্ন একটাই, কবে বৃষ্টি নামবে?

এই মুহূর্তে উত্তর ওড়িশা এবং ঝড়খণ্ডের উপর একটা নিম্নচাপ অবস্থান করছে। আর একটা অক্ষরেখা অতিক্রম করছে জয়সলমীরের উপর দিয়ে। তবে দুটো নিম্নচাপই পশ্চিমবঙ্গের দক্ষিণ-পশ্চিমে। তাই বঙ্গে বর্ষা আপাতত দুর্বল থাকছে।

আজ, জেলায়  জেলায় বৃষ্টি হবে। তবে আগের দিনের তুলনায় বেশি রোদ দেখা যাবে। জেলার বেশ কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এ দিন জেলায় হাওয়ার গতিবেগ ১৫ কিমি প্রতি ঘণ্টার আশেপাশে থাকবে।

আরও পড়ুনঃ  রাজ্যে দিনভর বিষ্টির পূর্বাভাস,জারি হলুদ সতর্কতা,জানুন আজকের আবহাওয়া

অন্যদিকে, নিম্নচাপ অক্ষরেখা পশ্চিমবঙ্গের দক্ষিণ-পশ্চিমে প্রভাব ফেলতে চলেছে। তবে সেই প্রভাব ৪৮ ঘণ্টার আগে নয়। তবে কলকাতায় চূড়ান্ত অস্বস্তিকর আবহাওয়া। ইতিমধ্যেই তাপমাত্রা বাড়তে শুরু করেছে। সোমবার দিনের তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি অর্থাৎ ৩৪ .৬ ডিগ্রি। তবে বেড়েছে রাতের তাপমাত্রা।  কাল ছিটেফোঁটা বৃষ্টিও পায়নি কলকাতা। মঙ্গলবারও আংশিক মেঘলা এবং মাঝে মাঝে পরিস্কার আকাশ থাকবে। বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। সকাল ১১ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত অসহনীয় আবহাওয়া।

আরও পড়ুনঃ ধান চাষিদের জন্য সুখবর! জুলাই মাসে বৃষ্টি নিয়ে বিশেষ তথ্য হাওয়া অফিসের

তবে উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে আংশিক মেঘলা আকাশ। আগামী ২৪ ঘন্টায় দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই তিন জেলায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে। মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাঁচ জেলায়। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা।

English Summary: Big change in weather! Temperature will rise with rain, Kolkata residents will spend the day in discomfort
Published on: 05 July 2022, 10:30 IST