কৃষিজাগরন ডেস্কঃ আজ মঙ্গলবার থেকেই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি শুরু হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে, দক্ষিণবঙ্গে এই মুহূর্তে ভারী বৃষ্টির সম্ভবনা না থাকলেও, উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস কেমন থাকবে রাজ্যের আজকের আবহাওয়া?
এদিন সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ৩১ অগাস্ট বুধবার সকালের মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতি তিন জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের কোথাও আপাতত তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে।
আরও পড়ুনঃ কলকাতায় হালকা বৃষ্টির পূর্বাভাস,কেমন থাকবে রাজ্যের আজকের আবহাওয়া?
আজ কলকাতায় ভারী বৃষ্টির সম্ভবনা নেই। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভবনা রয়েছে। জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। এর সঙ্গে সামান্য বাড়বে তাপমাত্রা। বৃদ্ধি পেতে পারে আর্দ্রতাজনিত অস্বস্তিও। আজ কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯২ শতাংশ এবং সর্বনিম্ন ৫৮ শতাংশ।
উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হলেও। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আপাতত তা নেই। এদিন সকালে দেওয়া পূর্বাভাসে আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলির কোথাও না কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আপাতত দক্ষিণবঙ্গের কোথাও তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই বলে পূর্বাভাসে বলা হয়েছে।
আরও পড়ুনঃ সপ্তাহের শেষেও রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভনা, কেমন থাকবে আজকের আবহাওয়া ?
আগামী ৪৮ ঘন্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে। অন্যদিকে দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টির সম্ভাবনা। তবে উপকূলের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।