এবার AI এর সাহায্যে ছাগলের গর্ভধারণ করা হবে, জেনে নিন কীভাবে কাজ করবে এই প্রযুক্তি শীতকালে মাছ চাষ: জল ব্যবস্থাপনা এবং মাছের সঠিক যত্ন নেওয়া শিখুন! বাগমাল গুর্জরের সাফল্যের গল্প
Updated on: 26 October, 2022 10:58 AM IST
প্রতীকী ছবি ।

কৃষিজাগরন ডেস্কঃ ঘূর্ণিঝড়ের সিত্রাংয়ের দাপট কাটিয়ে উঠেছে রাজ্য। গতকাল থেকেই পরিষ্কার আকাশ। রোদ ঝলমলে দিন। নীল আকাশের সঙ্গে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। শীত শীত ভাব। অক্টোবর শেষের পথে। তাতে মনে হচ্ছে শীত এলো বলে।

হাওয়া অফিস জানাচ্ছে, আবহাওয়ার এই পরিস্থিতি সম্পূর্ণভাবেই সাইক্লোন সিত্রাংয়ের আফটার এফেক্ট। তবে, আগামী কয়েকদিনের মধ্যেই আবার আবহাওয়া স্বাভাবিক হয়ে যাবে। বিশেষ করে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই আপেক্ষিক আর্দ্রতার ফের বৃদ্ধি পাবে। গুমোটভাব ফিরে আসবে।

আরও পড়ুনঃ রাজ্য থেকে বিদায় নিতে চলেছে বর্ষা,কবে থেকে পরবে জাঁকিয়ে শীত ?

আজকের আবহাওয়া কেমন থাকবে ?

সর্বোচ্চ তাপমাত্রা : ৩১.৩°সেলসিয়াস

সর্বনিম্ন তাপমাত্রা : ২২.৫° সেলসিয়াস

আর্দ্রতা : ৬৯%

আরও পড়ুনঃ  Bengal Cyclone News: কালীপূজোর আগে বৃষ্টিতে ভাসতে চলছে রাজ্য

আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা থাকলে পরবর্তী সময়ে তা আলিপুরদুয়ার ও কোচবিহারে সীমাবদ্ধ হবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত শুকনো আবহাওয়া বিরাজ করবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

English Summary: Cold weather in the state after Sitrang, when will it be cold?
Published on: 26 October 2022, 10:58 IST