হেমন্তের সোনালি ডানায় ভর করে এসে গেছে শীত। এই হেমন্তের হিমেল হাওয়ার স্পর্শে মানুষ এখন ঠাণ্ডার আমেজে। তবে এই ঠাণ্ডার মরশুমে বঙ্গোপসাগরে উপর সৃষ্ট নিম্নচাপ ক্রমেই ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে এমনই পূর্বাভাস জারি করেছে মৌসম বিভাগ। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘনীভূত হওয়া নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম দেওয়া হবে “মনদৌস”। এই নিম্নচাপের ফলে তামিলনাড়ু, পুদুচেরি ও অন্ধপ্রদেশে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। যদিও এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হবে কিনা তা নিয়ে দ্বন্দ্বে আবহাওয়া দফতর। আগামী ৮-ই ডিসেম্বর নিম্নচাপ ক্রমশ শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে।
বঙ্গে মনদৌসের কতটা প্রভাব পড়বেঃ
পশ্চিমবঙ্গে মনদৌসের কি আদৌ প্রভাব পড়বে? আবহাওয়া দফতর সুত্রে খবর, রাজ্যে এখনও কোনো দুর্যোগের সম্ভাবনা নেই। তবে নিম্নচাপের প্রভাবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে। স্বাভাবিক ভাবেই কয়েকদিন শীত উধাও হবে বাংলা থেকে। পুনরায় উত্তরে হাওয়া বঙ্গে ঢুকলেই শীতের আমেজ ফিরে আসবে। তবে এই মুহূর্তে কোনো রকম ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই।
মৌসম ভবন আগামী ৮ ডিসেম্বর ১৩টি জেলা এবং ৯ ডিসেম্বর ১২টি জেলায় কমলা সতর্কতা জারি করেছে৷ যে জায়গা গুলিতে বেশি পরিমান বৃষ্টি হবে, সেগুলি হল চেন্নাই, কাঞ্চিপুরম, তিরুভাল্লুর এবং চেঙ্গলপেট। এছাড়াও তিরুপত্তুর, কৃষ্ণগিরি, ধর্মপুরী এবং সালেম এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টি পাত হবে।
বিশ্ব আবহাওয়া দফতরের নির্দেশ অনুযায়ী, প্রতিটি ঘূর্ণিঝড়ের নামকরন কোনো না কোনো দেশ করে থাকে। ওই নিয়মেই মনদৌস নামকরণটি করেছে সংযুক্ত আরব আমিরাশাহি। যদি নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয় তবেই নামকরণটি কার্যকর হবে। “মনদৌস” শব্দটির অর্থ জানা আছে আপনাদের? জেনে নিন, “মনদৌস” শব্দের অর্থ ‘গয়নার বাক্স’। বুঝতেই পারছেন গয়নার বাক্স খুললে কিছু না কিছু তো ঘটবেই।