এবার AI এর সাহায্যে ছাগলের গর্ভধারণ করা হবে, জেনে নিন কীভাবে কাজ করবে এই প্রযুক্তি শীতকালে মাছ চাষ: জল ব্যবস্থাপনা এবং মাছের সঠিক যত্ন নেওয়া শিখুন! বাগমাল গুর্জরের সাফল্যের গল্প
Updated on: 4 July, 2022 10:53 AM IST

বিগত দুদিনে বর্ষার প্রভাবে আবহাওয়ায় খানিকটা বদল এসেছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হওয়ার পাশাপাশি কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সাক্ষী থেকেছে রাজ্যবাসী।শনিবার এবং রবিবার, এই দুদিনই কলকাতায় বৃষ্টি হয়েছে। কিন্তু সপ্তাহের শুরুতে ফের গরম আর সেই সঙ্গে রয়েছে রোদের দাপট। হাওয়া অফিস জানাচ্ছে, বৃষ্টি সামান্য কমবে। রয়েছে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।

এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তি বজায় থাকবে।

আরও পড়ুনঃ আর কয়েক ঘন্টার মধ্যে ভাসতে চলেছে দক্ষিনবঙ্গ

সকালের দিকে কিছুটা আদ্রতাজনিত অস্বস্তি বজায় থাকলেও তা স্থায়ী হবে না। আজ কলকাতা সহ হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনার একাধিক প্রান্তে ঝোড়ো হাওয়ার সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে চলেছে। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৯২% থাকবে ।

আগামী কয়েক দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বজায় থাকবে। এক্ষেত্রে কোন কোন স্থানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । ফলে তাপমাত্রা স্বাভাবিকের আশেপাশে ঘোরাফেরা করবে । স্বাভাবিকভাবেই আগামী দিনগুলিতে কলকাতা সহ দক্ষিণের অন্যান্য জেলা গুলিতে গরমের হাত থেকে স্বস্তি পাবে মানুষ ।

আরও পড়ুনঃ ভিজবে উত্তর ঘামবে কলকাতা,জেনে নিন আজকের আবহাওয়া

অন্য বছরের তুলনায় বৃষ্টিও কম হচ্ছে দক্ষিণবঙ্গ জুড়ে। আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে ( South Bengal ) বর্ষার বৃষ্টির ঘাটতির পরিমাণ প্রায় ৪৮ শতাংশ। কলকাতায় এই ঘাটতির পরিমাণ ৫৯ শতাংশ। অন্যদিকে, উত্তরবঙ্গে এ বছর স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি হয়েছে। এই পরিসংখ্যান প্রায় ৫৯ শতাংশ। বিশেষত দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় বানভাসি পরিস্থিতি। লাগাতার বৃষ্টির জেরে ধস নেমেছিল দার্জিলিং (Darjeeling) এবং কালিম্পঙের বেশি কিছু এলাকায়।

English Summary: Daytime rain forecast in the state, issued yellow alert, know today's weather
Published on: 04 July 2022, 10:53 IST