'MFOI, VVIF কিষাণ ভারত যাত্রা' গুজরাটের বিভিন্ন গ্রামে পৌঁছে কৃষকদের সম্মানিত করেছে Weather Update: ঝেঁপে নামবে বৃষ্টি! শনিবার থেকেই আবহাওয়ার আমূল পরিবর্তনের পূর্বাভাস হাওয়া অফিসের “ট্র্যাক্টর কে খিলাড়ি” কৃষকদের 51 হাজার টাকা পর্যন্ত পুরস্কার
Updated on: 12 September, 2022 10:51 AM IST
প্রতীকী ছবি।

কৃষিজাগরন ডেস্কঃ সত্যি হল আশঙ্কা। বঙ্গোপসাগরের নিম্নচাপের জেরে কখনও  ‘ঝম ঝমা ঝম বৃষ্টি,কখনও আবার রিমঝিম রিমঝিম বৃষ্টি,কখনও বা আবার ঝিমঝিম বৃষ্টি’।শহরে পুজোর রেশ। নীল আকাশের বুকে ভেসে বেড়াচ্ছে সাদা তুলোর মতো মেঘ। আবার এরই মধ্যে মাঝে মাঝেই মুষলধারায় নামছে বৃষ্টি।  

কেমন থাকবে আজকের আবহাওয়া? কলকাতায় সারাদিন আকাশ মেঘলা থাকবে। কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। আগামী ২৪ ঘণ্টায় রয়েছে দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনাও। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৫.১ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি কম। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি। স্বাভাবিকের তুলনায় যা দুই ডিগ্রি কম। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৫ শতাংশ। আলিপুরে বৃষ্টি হয়েছে ৩৭.১ মিলিমিটার।

আরও পড়ুনঃ নিম্নচাপের জেরে দক্ষিনবঙ্গে জারী হলুদ সর্তকতা,এক নজরে আজকের আবহাওয়া

সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। হাওয়া অফিস সূত্রে খবর, ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায়। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং নদিয়াতে।

আজকের আবহাওয়া কেমন থাকবে ?

সর্বোচ্চ তাপমাত্রা : ৩০.১° সেলসিয়াস

সর্বনিম্ন তাপমাত্রা : ২২.৫° সেলসিয়াস

আর্দ্রতা : ৮৯%

বাতাস : ১৭ কিমি/ঘন্টা

মেঘে ঢাকা : ৯৫%

আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে ?

বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ ক্রমাগত শক্তি বাড়াচ্ছে। পশ্চিম মধ্য ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে সেই নিম্নচাপ। তার দাপটেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে মৌসম ভবনের তরফ থেকে। বিশেষ করে উপকূলবর্তী জেলা গুলিতে ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। আগমী ২ দিনমৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। দিঘা-মন্দারমনি-শঙ্করপুরে পর্যটকদের সমুদ্র সৈকতে যেতেও নিষেধ করা হয়েছে পর্যটকদের

আরও পড়ুনঃফের নিম্নচাপ বঙ্গে! জেলায় জেলায় ভারী বৃষ্টির সম্ভবনা

ওড়িশা উপকূলে শক্তিশালী এই নিম্নচাপ আজ স্থলভাগে প্রবেশ করবে বলে জানা যাচ্ছে। এর প্রভাবে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং বাংলা উপকূলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরও উত্তাল হয়ে উঠতে পারে আজ। সমুদ্রপৃষ্ঠে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে বলেও জানানো হয়েছে। এর জেরে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত মৎস্যজীবীদের বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দফতর।

English Summary: Fishermen are prohibited from going to the sea for the next 2 days due to low pressure
Published on: 12 September 2022, 10:51 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।

এখনই অবদান রাখুন (Contribute Now)