এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 3 May, 2023 3:05 PM IST
ঝেঁপে বৃষ্টি দক্ষিণবঙ্গে! স্বস্তির খবর দিল হাওয়া অফিস

চাতক পাখির অপেক্ষা শেষ। অবশেষে বৃষ্টিতে ভিজতে চলেছে দক্ষিণবঙ্গ। ২০ তারিখের পর থেকেই অবশেষে দক্ষিণবঙ্গের আকাশে কালো মেঘের হাতছানি। আর দু তিন পরই ব্রজবিদ্যুতসহ বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী ২০ তারিখের পর থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস।

আরও পড়ুনঃ  Cyclone Mocha 2023: ফুঁসছে বঙ্গোপসাগর! ঘূর্ণিঝড়ের আশঙ্কা, নজর রাখছে IMD

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী ২০ তারিখ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদনীপুরের বেশ কিছু অংশে। ২১ তারিখ বৃষ্টি হতে পারে বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলায়। বৃষ্টিপাতের ফলে এই জেলা গুলিতে কিছুটা কমবে তাপমাত্রার পারদ। ২২ তারিখেও এই জেলা গুলিতে হতে পারে বৃষ্টি। আবহাওয়ায় হতে পারে আমূল পরিবর্তন।

আরও পড়ুনঃ  Cockroach Farming: সোনার চেয়েও দামি! আরশোলা পালন একটি লাভজনক চুক্তি

তবে কলকাতার বাসিন্দাদের জন্য সুখবর নেই। আপাতত কলকাতার আকাশে কালো মেঘের দর্শন মিলবে না। শুধু কলকাতা নয় এর আশেপাশের এলাকাতেও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতার তাপমাত্রা এখন ৪০ ডিগ্রি। প্রসঙ্গত, আপাতত বাংলার বুকে চলছে গরমের তীব্র দাপট। বাঁকুড়া, পুরুলিয়া ইত্যাদি জেলায় তাপমাত্রা ছুঁয়েছে ৪৩ ডিগ্রি। ইতিমধ্যেই স্কুল বন্ধের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। যত বাড়ছে গরমের দাপট ততই বাড়ছে সবজির দাম। কারণ ফলন হচ্ছে খুবই কম। মাঠেই শুকিয়ে যাচ্ছে মরশুমের ফসল।

আরও পড়ুনঃ  তীব্র রোদে মাঠেই পুড়ে যাচ্ছে সব্জি! বাজারে দাম আকাশ ছোঁয়া

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল সমতলভূমির অনেক অংশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০-৪৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আজ, উত্তর-পশ্চিম ভারত, মধ্য ও পূর্ব ভারত, গুজরাট ও মহারাষ্ট্র, তেলেঙ্গানা এবং অন্ধ্রের অভ্যন্তরীণ অংশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা যেতে পারে। রাজ্য এবং পশ্চিম হিমালয় অঞ্চল বাদে দেশের বাকি অংশে তাপমাত্রা ৩৫-৪০ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে বলেও বলা হচ্ছে।  

উত্তর-পশ্চিম ভারত এবং পূর্ব-উত্তরের বিভিন্ন এলাকায় আজ তাপপ্রবাহের  জন্য সতর্কতা জারি করা হয়েছে । আবহাওয়া দফতরের মতে, পূর্ব ভারতের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বিহারের বিচ্ছিন্ন/কিছু এলাকায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। আজ ঝাড়খণ্ড, সিকিম ও ওড়িশায় আগামী ২৪ ঘণ্টায় গরম বাতাস মানুষের অসুবিধা বাড়াতে পারে। এর পাশাপাশি, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ এবং ইয়ানামে আগামী 2 দিন তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। 

English Summary: Heavy rain in South Bengal! Hawa office gave news of relief
Published on: 18 April 2023, 05:12 IST